
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০ | |
বিসিএলে ট্রিপল সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। শুধু ট্রিপলেই থামেননি তিনি, রকিবুল হাসানের (৩১৩) কীর্তিকে দুইয়ে নামিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ফার্স্ট ক্লাস ম্যাচের সর্বোচ্চ রানের মালিক হয়েছেন, ৩৩৪*।
হালের ক্রিকেটপ্রেমীদের ধারণা বাংলাদেশের ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি দুটিই! তবে ঘরোয়া লংগার ভার্সন ম্যাচ ট্রিপল সেঞ্চুরি আছে আরেকটি, সেটি জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান তারিকউজ্জামান মুনিরের। ঘটনাটা প্রায় ৩৫ বছরের পুরোনো, টেস্ট স্ট্যাটাস কি, বাংলাদেশ তখন প্রথম ওয়ানডে ম্যাচটাও খেলেনি। সহযোগী দেশ হিসেবে খেলত আইসিসি ট্রফি। ১৯৮৫-৮৬ সালে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে, ম্যাচ হতো তিন দিনের। ধানমন্ডি ক্রিকেট মাঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে সেমিফাইনালে ৩০৮ রানের ইনিংস খেলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুনির। আতহার আলীর সঙ্গে ৪৫৮ রানের বড় পার্টনারশিপ গড়েন তিনি, যেখানে আতহারের রান ছিল ১৫৮।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |