
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০ | |
ফেডারেশন কাপ জিতলেও লেবানন জাতীয় দলের স্ট্রাইকার জালাল কদোর খেলায় খুব বেশি মনঃপূত হয়নি বসুন্ধরা কিংস কর্তাদের। লেবানিজ স্ট্রাইকারকে বিদায় করে দিয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন কিংস; কারণ তাদের চোখ এএফসি কাপে। এশিয়ার ক্লাব পর্যায়ের শীর্ষ টুর্নামেন্টে প্রথমবার খেলাকে স্মরণীয় করে রাখতে ভালো স্ট্রাইকার খুঁজছিল তারা, পেয়েও গেছে আবির্ভাবের পর মাত্র দুই বছরেই দেশের ফুটবলে প্রতিষ্ঠিত শক্তিতে পরিণত হওয়া ক্লাবটি। তবে সেটি করতে গিয়ে বসুন্ধরা কিংস দিয়েছে আরেকটা চমক, আনছে আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার হার্নান বার্কোসকে। কিংস সভাপতি ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘এএফসি কাপের জন্য আমরা একজন অভিজ্ঞ স্ট্রাইকার খুঁজছিলাম, হার্নানকে পছন্দ হয়েছে, তাই দলে নেওয়া হচ্ছে।’ ২০০৯ সালে চীনের সুপার লিগে গোল্ডেন বুটজয়ী হার্নান ঢাকা পৌঁছবে মঙ্গলবার।
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ায় কিংস এএফসি কাপে সরাসরি গ্রুপ পর্বে খেলবে; মিশন শুরু হবে ১১ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে; ফিরতি ম্যাচ ২৭ মে মালেতে। ভারতের চেন্নাই সিটির বিপক্ষে ২৯ এপ্রিল চেন্নাইয়ে ও ১৩ মে ঢাকায় মুখোমুখি হবে কিংস। এরপর দক্ষিণ এশিয়ার প্লে-অফজয়ী দলের বিপক্ষে অ্যাওয়ে ও হোম ম্যাচ দুটি হবে ১৫ এপ্রিল ও ১৭ জুন। ৩৫ বছরের হার্নান ২০১৪ বিশ্বকাপ বাছাই পর্বে পেরু ও প্যারাগুয়ে ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে ডাক পেলেও খেলা হয়নি। পরে ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকো দিয়ে আকাশি-নীল জার্সিতে অভিষেক হয়। সে বছর অক্টোবরে মাসে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ে ও চিলির বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিলেন সর্বশেষ ইকুয়েডর লিগ খেলা হার্নান; সব মিলিয়ে আর্জেন্টিনার হয়ে চারটি ম্যাচ খেলেছেন তিনি। ১৬ বছরের ক্লাব ক্যারিয়ারে ব্রাজিলসহ বিভিন্ন দেশের সর্বোচ্চ লিগে খেলেছেন হার্নান; ইকুয়েডর প্রিমিয়ার লিগে কুইটোর হয়ে ৬৪ ম্যাচে ৩৮ গোল করে আর্জেন্টাইন কোচ আলেসান্দ্রো সাবেলার নজর কেড়েছিলেন তিনি, মাতিয়েছেন ব্রাজিলের সর্বোচ্চ লিগে; পালমেরাস (১৪) ও গ্রেমিওর (২৩) হয়ে ৩৭ গোল করেছেন। সর্বশেষ খেলেছেন কলম্বিয়া প্রিমিয়ার লিগের অ্যাটলেটিকো ন্যাশনালের হয়ে, ৪২ ম্যাচে করেছেন ১৪ গোল। ফিনিশিং দক্ষতা নজর কাড়ার মতো। কিংসে এক স্বদেশি পাবেন হার্নান; খেলছেন আর্জেন্টাইন ফুটবলার দেলমন্তে। আবির্ভাব মৌসুমে বিগ বাজেটের দল গড়ে সাফল্য পেয়েছিল কিংস। চড়া পারিশ্রমিকে দেশসেরা ফুটবলার নেওয়া ছাড়াও উড়িয়ে আনে ২০১৮ বিশ্বকাপ খেলা কোস্টারিকার ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেসকে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |