logo
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০
‘চাপমুক্ত খেলবে বাংলাদেশ’
স্পোর্টস ডেস্ক

 

 বাংলাদেশ টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়ে বেশ পিছিয়ে। শুধু পাকিস্তানের চেয়ে নয়, র‌্যাঙ্কিংয়ের তলানিতে রয়েছে দলটি। এরপরও মুমিনুল-তামিমদের হালকা করে দেখছেন না পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিসবাহ-উল হক। র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকলেও ৭ থেকে ১১ ফেব্রুয়ারি হতে যাওয়া রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিকদের কঠিন পরীক্ষার সম্মুখীন করতে পারে বাংলাদেশ; কারণ বাংলাদেশের হারানোর কিছু নেইÑ এমনটাই ভাবেন মিসবাহ। বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমকে মিসবাহ বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজে জিতেছি বলে আমাদের এটা আগে থেকে ভেবে বসে থাকলে চলবে না, বাংলাদেশ টেস্ট র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে পেছনে রয়েছে। লংগার ভার্সনের ক্রিকেটেও আমরা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলব। আমাদের এটাও ভাবার অবকাশ নেই, আমরা খুব সহজেই জিতে যাব। বরং তাদের হারানোর কিছু নেই, তাই তারা চাপে কম থাকবে। ফলে জয়ের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে তারা।’ সাবেক পাকিস্তানি অধিনায়কের কথা, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করতে হলে আমাদের পরিশ্রমের বিকল্প নেই। আমাদের এ ম্যাচটি হালকাভাবে নিলে চলবে না। টেস্ট চ্যাম্পিয়নশিপে সফল হতে হতে সব টেস্টে জেতার চেষ্টা করতে হবে, বিশেষ করে ঘরের মাঠের ম্যাচগুলোয়।’ প্রতিপক্ষকে নিয়ে বেশি না ভেবে নিজেদের পারফরম্যান্সের দিকে নজর দিতে বেশি মনোযোগী মিসবাহ। দলের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে আনতে চান প্রধান এ নির্বাচক, ‘প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করার আগে আমরা চিন্তা করতে হবে দলের পারফরম্যান্স নিয়ে। আমরা দলের সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারি, তবেই জয় সম্ভব। আমাদের মনোযোগী হতে হবে উন্নতির দিকে। উন্নতি করতে পারলে ফল আসবেই।’

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]