
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০ | |
রাকিবা ইসলাম ঐশী, ২০১৭-এর সেরা কণ্ঠের চ্যাম্পিয়ন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে পড়াশোনা করছেন তিনি। পড়াশোনা আর গান সমানতালে দুটোতেই নিজেকে মগ্ন রেখেছেন। গেল ৩০ জানুয়ারি জীবনে প্রথমবারের মতো সংগীতে কৃতিত্বের জন্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ঐশী। আর এ নিয়ে ‘সেরাকণ্ঠ’ পরিবার যেমন গর্বিত ঠিক তেমনি গর্বিত ঐশীর পরিবার, গর্বিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঐশীর সংগীত বিভাগ। সংগীত বিভাগের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায় তো ঐশীর প্রাপ্তিতে উচ্ছ্বসিত হয়ে তাকে নিয়ে ফেইসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। ঐশী গানে নিজেকে গড়ে তুলেই এসেছেন গানের ভুবনে। এখনও গান শিখছেন তিনি প্রতিনিয়ত। তবে বলা যায়, গানকে পেশা হিসেবে এখনও পুরোপুরি না নিলেও এ সময়েই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ভীষণ খুশি ঐশী। এদিকে কিছুদিন আগে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ঐশীর নতুন গান ‘তোমার আর সময় মেলে না।’ গানটি লিখেছেন কবি, লেখক ও গীতিকার লুৎফর হাসান। গানটির সুর করেছের লুৎফর, সংগীতায়োজন করেছেন জন। এবারই প্রথম ঐশী তার নিজের গাওয়া কোনো মৌলিক গানে প্রথম মিউজিক ভিডিওতে অংশ নেওয়া। তাই বিষয়টি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব শুরুতে থাকলেও লুৎফর হাসানের সহযোগিতায় সেই দ্বিধাদ্বন্দ্ব কেটে যায়। নিজেই অংশ নেন নিজের গানের মিউজিক ভিডিওতে। গানটির জন্য বেশ সাড়া পাচ্ছেন ঐশী। ঐশী বলেন, ‘এই গানের অভিজ্ঞতাটা একেবারেই অন্যরকম ছিল। কারণ নিজের কোনো গাওয়া গানে এবারই প্রথম আমি মডেল হিসেবে কাজ করেছি। আমি এবং লুৎফর ভাই এ গানটির জন্য অনেক শ্রম দিয়েছি। আমাদের বিশ্বাস ছিল, গানটি শ্রোতা-দর্শকের ভালো লাগবে। দিন যতই যাচ্ছে শ্রোতাদের ভালোলাগা বাড়ছে গানটির প্রতি, আমি তাতেই খুশি। আশা করছি আগামীতে আরও ভালো ভালো গান শ্রোতা-দর্শককে উপহার দিতে পারব।’ ঐশী গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছেন প্রয়াত বাসু দেব ঘোষের কথা। কারণ তারই সংগীতায়োজনে ঐশী প্রথম নজরুলসংগীতে কণ্ঠ দেন। গানটি ছিল ‘আমার নয়নে নয়ন রাখি।’ গানটি ‘রূপকথা মিউজিক’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল। আবার ঐশী যখন ২০১৭ সালে ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় অংশ নেন তখন ইবরার টিপুর নতুন সংগীতায়োজনে শাহনাজ রহমতুল্লাহর গাওয়া ‘যেভাবেই বাঁচি বেঁচে তো আছি’ গানটি সে সময় ঐশীর গায়কি বিচারকদের তো মুগ্ধ করেই, মুগ্ধ করেছিল দর্শককেও। এ গানটিও ইউটিউবে প্রতিনিয়ত শ্রোতা-দর্শক শুনছেন, মুগ্ধ হচ্ছেন ঐশীর গায়কিতে। ঐশী সোহেল আরমানের ‘হৃদয় আছে যার’ নাটকে ‘নীল আকাশে বসে’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন। ঐশী জানান, মুনতাসির তুষারের সুরেও বেশ কয়েকটি গান গাইছেন তিনি। শিগগিরই গানগুলো প্রকাশিত হবে বলেও জানান ঐশী।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |