logo
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০
মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল
চীনে করোনা ভাইরাস
আলোকিত ডেস্ক

 

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ১৪ হাজারের বেশি। শনিবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, এক দিনে হুবেই প্রদেশে ৪৫ জনের মৃত্যুর তথ্য রেকড করা হয়েছে। এতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩০৪ জনের দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৯০ জন। এ নিয়ে চীনে ১৪ হাজার ৩৮০ আক্রান্ত রোগী শনাক্ত হলেন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। চীনের উহান শহরে ৭৫ হাজার মানুষ হয়তো ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি সি ফুড মার্কেট থেকেই গেল বছরের শেষে করোনা ভাইরাস ছড়ানো শুরু হয়। উহানে ভ্রমণনিষেধাজ্ঞা ও গণপরিবহন বন্ধ করেও এ ভাইরাসের দ্রুত বিস্তার ঠেকানো যায়নি। চীনজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাসটি। চীনের বাইরে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারতসহ ২০টির বেশি দেশে ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। এছাড়া চীনের বাইরে ফিলিপাইনে ভাইরাসটিতে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার রুখতে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের চীন থেকে সরিয়ে নিচ্ছে, জারি করছে ভ্রমণনিষেধাজ্ঞা। এয়ারলাইন্সগুলো চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট কমিয়ে দিচ্ছে বা বন্ধ করে দিচ্ছে। শঙ্কিত কয়েকটি দেশ তাদের সীমান্তেও চীনাদের জন্য কড়াকড়ি আরোপ করেছে। সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সাম্প্রতিক সময়ে চীন ভ্রমণ করা বিদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। রাশিয়াও চীনাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। হুবেইতে থাকা রুশ নাগরিকদের সোম ও মঙ্গলবার সরিয়ে নেওয়া হবে। হুবেই থেকে সরিয়ে নেওয়া জার্মানির শতাধিক নাগরিক ও তাদের পরিবারের সদস্যরা শনিবার ফ্রাঙ্কফুর্টে পৌঁছেছেন। ২৫০ জনের মতো ইন্দোনেশীয় নাগরিককেও হুবেই থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে বিচ্ছিন্নতার মুখে পড়ছে চীন, তাতে বড় ধরনের ধাক্কার মুখে পড়ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটি। বিবিসি

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]