logo
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০
প্রেমিকা ছাড়াই চাঁদে যাবেন মিজাওয়া
প্রযুক্তি প্রতিবেদক

জাপানিজ ই-কমার্স ব্যবসায়ী উইসাকু মিজাওয়া চাঁদে যাওয়ার জন্য প্রেমিকা খুঁজছিলেন। সে অনুযায়ী পুরোদমে চলছিল বাছাই প্রক্রিয়া। কিন্তু হঠাৎ করেই প্রতিযোগিতার সমাপ্তি টানলেন তিনি। টুইটে জানান, ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী নারীরা উদ্দীপনা, সাহস ও মূল্যবান সময় ব্যয় করে আবেদন করার প্রক্রিয়াটি বাতিল করে তিনি অনুতপ্ত।
সম্প্রতি তিনি টুইটে জানিয়েছেন, তার প্রেমিকা হতে আগ্রহী নারীদের গুগল ডকে ফর্ম পূরণ করতে। অনলাইনে এ পযন্ত ফর্ম জমা পড়েছিল ২৭ হাজার ৭২২টি। আবেদনের শর্ত ছিল, বয়স ২০ বছরের উপরে হতে হবে ও জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার ইচ্ছা থাকতে হবে। কথা ছিল, নির্বাচিত নারীদের সঙ্গে মিজাওয়া ফেব্রুয়ারি ও মার্চে ডেটে যাবেন। এ প্রক্রিয়ার মাধ্যমে তিনি দীর্ঘমেয়াদি সম্পর্কে জড়াতে চেয়েছিলেন।
তার প্রেমিকা খোঁজার পুরো প্রক্রিয়াটি টিভি চ্যানেল আবিমাটিভি রিয়েলিটি শো হিসেবে প্রচারের দায়িত্বও নিয়েছিল। মিজাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় সব আয়োজনই ভেস্তে গেল।
তবে তার চাঁদে যাওয়ার সিদ্ধান্ত বহাল আছে। চাঁদে যেতে ২০১৮ সালের সেপ্টেম্বরে স্পেসএক্সের টিকিট কিনেছিলেন। ২০২৩ সালে চাঁদে যাওয়ার সে ফ্লাইট ধরবেন ৪৪ বছর বয়সি মিজাওয়া।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]