
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০ | |
চীনসহ বিশ্বজুড়ে এখন আতঙ্কের নাম করোনা ভাইরাস। ভাইরাসটি ছড়ানোর পর চীনে তার প্রতিষেধক বা ভ্যাকসিন তৈরির চেষ্টা চালাচ্ছে বিজ্ঞানী ও চিকিৎসকরা। আর এ চেষ্টায় চীনের বিজ্ঞানীদের সহায়তার জন্য ১০০ মিলিয়ন ইয়ান বা ১৪ দশমিক ৪ মিলিয়ন ডলার দেওয়ার কথা জানিয়েছেন জ্যাক মা। ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা ও চীনের শীর্ষ ধনী জ্যাক মা এ অর্থের ৪০ শতাংশ দেবেন চাইনিজ একাডেমি অব সায়েন্স ও চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিংকে।
চীনে চিকিৎসা বিজ্ঞানীরা করোনা ভাইরাস শনাক্তের পর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর ভ্যাকসিন আবিষ্কারের জন্য। এজন্য দেশটিতে একটি ফান্ড গঠনের চেষ্টা চলেছে। সে ফান্ডেই জ্যাক মা অর্থ সহায়তা করছেন।
দ্রুত ছড়িয়ে পড়া এ রোগ প্রতিরোধে জ্যাক মা তার প্রতিষ্ঠানের এআই কম্পিউটিং পাওয়ার কাজে লাগানোর কথাও জানিয়েছেন। এজন্য কোনো ধরনের শর্ত তিনি দিচ্ছেন না বলেও গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
জ্যাক মার তৈরি করা ফাউন্ডেশন টাইকুন এক টুইটে জানায়, করোনা ভাইরাস ঠেকাতে ও এর ভ্যাকসিন তৈরিতে চিকিৎসা বিজ্ঞানে সহায়তা করার অনেক কিছুই তাদের আছে। সেগুলো নিঃশর্তে ব্যবহার করতে দিতে চান জ্যাক মা।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, করোনা ভাইরাসে এখন পর্যন্ত চীনে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে। এটি দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়ছে। চীনের হুবেই প্রদেশের উহান শহরে উৎপত্তি হওয়া এ ভাইরাস চীনের প্রতিটি অঞ্চলেই ছড়িয়েছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |