logo
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০
রংপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
রংপুর ব্যুরো

‘সুস্থ সবল জাতি চাই-পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এ প্রতিপাদ্য সামনে রেখে রংপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। জেলা প্রশাসন ও রংপুর সিটি করপোরেশনের (রসিক) আয়োজনে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় রোববার বেলা ১১টায় রসিক প্রধান ফটক থেকে জনসচেতনতামূলক একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি নগরীর প্রধান সড়ক হয়ে সিটি বাজারে প্রবেশ করেন এবং বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করেন। র‌্যালি শেষে সিটি বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রসিক মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবীর, রসিক সচিব রাশেদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদের, প্রাণিসম্পদ কর্মকর্তা শাহ্ জালাল খন্দকার, সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক মাসুম মিয়া ও রংপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]