প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০ | |
গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের সদ্য নিযুক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি ইশতেহার অনুযায়ী গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। মাঠ পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ নীতি অনুসরণ করা হবে। আমি দুর্নীতি-অনিয়মকে প্রশ্রয় দেব না। যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার দুপুরে রংপুর পূর্ত ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আশরাফুল আলম বলেন, গণপূর্ত প্রকৌশল অধিদপ্তর বিগত সময়ে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে পারেনি। আমি দায়িত্ব নেওয়ার পর প্রথমেই জনগণের আস্থা ফিরিয়ে আনতে কাজের স্বচ্ছতা, গুণাগুণ নিশ্চিত করাসহ কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার আওতায় আনার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। এজন্য উচ্চক্ষমতাসম্পন্ন সাত সদস্যবিশিষ্ট কার্যপরিধি নির্ধারক কমিটি, অনুসন্ধান ও মূল্যায়ন কমিটি এবং জনসংযোগ, প্রচার ও লিয়াজোঁ উইং কমিটি করেছি। এতে করে ঐতিহ্যবাহী গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে।
এ সময় গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম নবনির্মিত রংপুর পূর্ত ভবন ও নির্মিতব্য দিনাজপুর পূর্ত ভবনের উদ্বোধন করেন। মুজিব কর্ণারের উদ্বোধন, হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, রংপুর পূর্ত ভবন চত্বরে হাঁড়িভাঙ্গা ও হরতকি গাছের চারা রোপণ শেষে তিনি বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণপূর্ত প্রকৌশল অধিদপ্তর রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল গোফ্ফারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর গণপূর্ত প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী শাকিউল আলম, বিশিষ্ট ঠিকাদার সাইফুল আলম পিকলু, উপসহকারী প্রকৌশলী সাইফুর রহমান, আবু বক্কবর ছিদ্দিক প্রমুখ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |