প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০ | |
৬৯-এর গণআন্দোলনে বরিশালের রাজপথে ইপিআরের গুলিতে প্রথম নিহত আসমত আলী খান ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র শহীদ আলাউদ্দিনের স্মৃতি রক্ষায় রাজপথে নেমেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা শহীদ আলাউদ্দিনের নামে নির্মাণাধীন পায়রা সেতুর নামকরণ করার দাবি জানিয়েছেন। এ উপলক্ষে নগরীতে রোববার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, একে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলু প্রমুখ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |