প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০ | |
গাজীপুর মহানগরীর ধীরাশ্রম স্টেশনের পাশে হোম সিগন্যালের রড বুকে বিঁধে চলন্ত ট্রেনের এক যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর আমিন (২৫) জামালপুরের ইসলামপুর থানার কড়ইতলা এলাকার একাব্বর মিয়ার ছেলে। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই আবদুল মান্নান জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন নূর আমিন। তিনি চলন্ত ট্রেনে থাকা অবস্থায় ট্রেনের দরজায় দাঁড়িয়ে শরীর ও মাথা বাইরে রেখে একটু ঝুলে যাচ্ছিলেন। এমতাবস্থায় ট্রেনটি ধীরাশ্রম স্টেশনের দক্ষিণে থাকা হোমসিগন্যালের একটি রড তার বুকে গেঁথে গিয়ে তাতেই আটকে গিয়ে নিচে পড়ে যান।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |