প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০ | |
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রতিষ্ঠানে ভুয়া জমি বিক্রয়ের মাধ্যমে ৫ কোটি টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার সকালে পূর্বাচল ট্রাস্ট হোল্ডিং টেকনোলজির দায়ের করা মামলায় তাকে আটক করা হয়। প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা মামলার বাদী রাজ্জাক লিটন জানান, উপজেলার সদর ইউনিয়নের শিমুলিয়া ও রঘুরামপুর এলাকায় তাদের প্রতিষ্ঠানের একটি আবাসন প্রকল্প রয়েছে। সে প্রকল্পে জমি কিনে দেওয়ার মিডিয়া হিসেবে কাজ করতেন সে এলাকার অহিদুল্লাহর ছেলে প্রতারক বেলায়েত হোসেন টিক্কা। সে গত বছরের বিভিন্ন সময় ছোলেমা খাতুন, নাইম হোসেন, শরিফ হোসেন, আলমগীর হোসেন, আলআমিন সরকার, মর্জিয়া বেগমসহ আরও লোকজনের জমি প্রতিষ্ঠানে বিক্রি ও বায়না করে ৫ কোটি টাকা কোম্পানীর কাছ থেকে তুলে নেয়। পরবর্তীতে জানা যায়, বিবাদী বেলায়েত হোসেন টিক্কা নিজে ও সহযোগীদের নামে সেসব জমি আগেই ক্রয় করে পরে প্রতিষ্ঠানে দাতাদের প্রলুব্ধ করে আবার বিক্রি করেন। এ ঘটনায় প্রতিষ্ঠানের এমডি মাহবুবুর রহমান ও চেয়ারম্যান শারমীন সুলতানার নির্দেশক্রমে গেল শুক্রবার প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা রাজ্জাক লিটন বাদী হয়ে প্রধান আসামি বেলায়েত হোসেন টিক্কা, তার সহযোগী নাজিম উদ্দিন, বাবুল মিয়া, আওলাদ হোসেন, মাহবুবুল মারুফসহ প্রতারক ১৩ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় প্রতারণার মামলা করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, টাকা আত্মসাতের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |