প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০ | |
উত্তরাঞ্চলের বহুল জনপ্রিয় মেইল ট্রেন রামসাগর এক্সপ্রেস বন্ধের এক যুগ পরে আবার চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি হয়েছে। সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে রেলওয়ে জংশন রক্ষা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা হায়দার আলী, মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান, উপজেলার আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা দুদু, শাহ মোখলেছুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ। মানববন্ধনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন বলেন, অবিলম্বে রামসাগর ট্রেন চালুসহ গাইবান্ধায় আন্তঃনগর সব ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানান। সেই সঙ্গে গাইবান্ধা থেকে একটি আন্তঃনগর ট্রেন চালু এবং এ রুটে সব বন্ধ ট্রেন চালুর দাবি জানানো হয়।
অন্যথায় কঠোর অন্দোলন করা হবে। মানববন্ধনে এলাকার রাজনৈতিক নেতারা, রেলওয়ে কর্মচারীরাসহ বিভিন্ন পেশাজীবীর সাধারণ মানুষ অংশ নেয়। কোনো কারণ ছাড়্ইা দীর্ঘ এক যুগ ধরে ট্রেনটি বন্ধ ছিল। এ ট্রেনটি চালু হলে গাইবান্ধাসহ কয়েক জেলার মানুষে দুর্ভোগ লাঘব হবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |