প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০ | |
কুষ্টিয়ার ভেড়ামারা থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় নয়ন নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানাসহ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এক জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত নয়ন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামের নজরুল ইসলাম ওরফে নজুর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৮ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে আসামি নয়ন ফকিরাবাদ গ্রামের জহির সরদারের বাড়িতে জানালা ভেঙে মেয়ে তানিয়া খাতুন (১৪) ঘরে প্রবেশ করে। মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে তানিয়াকে নয়ন তার বাড়িতে নিয়ে যায়। একপর্যায়ে বিয়ের ভুয়া কাগজপত্র দেখিয়ে তানিয়াকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক কয়েকবার ধর্ষণ করে। এরপর দুইজন কাজীবাড়ি যাবে বলে বাইরে ঘুরাঘুরি করে রাত সাড়ে ৮টায় জহির সরদারের তালাকপ্রাপ্ত স্ত্রী ইসমতারার বাড়িতে তানিয়াকে রেখে চলে যায় নয়ন। এ ব্যাপারে তানিয়ার বাবা জহির সরদার বাদী হয়ে নয়নকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |