
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০ | |
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হরিরামপুর উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করায় ওই বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের বিচারের দাবিতে বিক্ষাভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার দুপুরে শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা সদর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অভিভাবক মুন্নাফ ফকির, আওয়ামী লীগ নেতা মো. কাউছার, আনোয়ার আলী মোল্লা, আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা জ্যামি হোসেন, হৃদয় মোল্লা, ভুক্তভোগী শিক্ষার্থী আকাশ হোসেন, মৃদুল হাসান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, প্রতারক প্রধান শিক্ষক লুৎফর রহমান ও আইসিটি শিক্ষক সোহেল রানার অপকর্ম ফাঁস হওয়ার পর থেকে তারা পলাতক রয়েছেন। প্রতারণার শিকার ৯ জন শিক্ষার্থীর জীবনে অন্ধকার নেমে এসেছে। তারা দোষী শিক্ষকসহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওবায়দুল বারী দীপু জানান, প্রতারণার শিকার শিক্ষার্থীরা ছাড়া বিদ্যালয়ের বাকি সব ছাত্রছাত্রী এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে। চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বলেন, দোষী দুই শিক্ষককে অবিলম্বে বরখাস্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |