logo
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০
মিন্নির জামিন বাতিল আবেদন তদন্তের নির্দেশ
বরগুনা প্রতিনিধি

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় জামিনে থাকা আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদন তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। অধিকতর শুনানি শেষে রোববার দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মিয়া এ নির্দেশ দেন।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, ৮ জানুয়ারি মিন্নির জামিন বাতিলের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরপর ‘জামিন কেন বাতিল হবে না’Ñ জানতে চেয়ে আসামিপক্ষকে কারণ দর্শাতে বলা হয়। ১৫ জানুয়ারি লিখিত জবাব আদালতে দাখিল করা হয়।

ওই দিন জামিন বাতিল আবেদনের ওপর শুনানির জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। শুনানির প্রথম আদালতের কাছে সময় চায় রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের প্রার্থনা মঞ্জুর করে ২ ফেব্রুয়ারি অধিকতর শুনানির দিন নির্ধারণ করা হয়। নির্ধারিত দিন রোববার আদালতে মিন্নির জামিন বাতিলের শুনানি হয়। এতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ভূবন চন্দ্র, বাদীর নিয়োজিত আইনজীবী 
মজিবুল হক কিসলু ও মিন্নির আইনজীবী মাহবুবুল বারি আসলাম অংশ নেন।
বাদীর নিয়োজিত আইনজীবী  শুনানি শেষে আগামী সাত দিনের মধ্যে জামিন বাতিল আবেদনের বিষয়টি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করতে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ৮ জানুয়ারি আদালতের কাছে সাক্ষীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ এনে মামলার জামিনে থাকা ৭নং আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদন করেন। এতে মিন্নির বিরুদ্ধে মামলার ৬নং সাক্ষী জুয়েল বাবু ও ৭নং সাক্ষী হারুণ মুসুল্লির বাড়িতে  মোটরসাইকেলযোগে লোকজন নিয়ে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ।
২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন রিফাত শরীফকে। পরে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এ হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামি করে আদালতে দুটি  চার্জশিট  দেয় পুলিশ। পূর্ণবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে একটি চার্জশিট এবং ১৪ কিশোর আসামির বিরুদ্ধে আরেকটি চার্জশিট দেওয়া হয়। পূর্ণবয়স্ক ১০ আসামির মধ্যে আয়শা সিদ্দিকা মিন্নি ৭ নম্বর আসামি।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]