logo
প্রকাশ: ১২:০০:০০ AM, সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২০
ঢাকায় বিএনপির হরতালে কোনো প্রভাব পড়েনি
নিজস্ব প্রতিবেদক

দুই সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি, জালিয়াতি, জবরদস্তির প্রতিবাদে রোববার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি। তবে পিকেটিংবিহীন এ হরতালে রাজধানীবাসীর যীবনযাত্রায় তেমন প্রভাব পড়েনি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে অল্পসংখ্যক নেতাকর্মীর দিনভর স্লোগান-বক্তব্যের মধ্যেই অনেকটা সীমাবদ্ধ ছিল হরতাল তৎপরতা। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ওই 


কার্যালয়ের সামনে ব্যাপকসংখ্যক পুলিশের উপস্থিতি ছিল। 
এছাড়া হাইকোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং কয়েকটি স্থান থেকে হরতালের সমর্থনে বিচ্ছিন্নভাবে মিছিলের খবর পাওয়া গেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে হরতালের সমর্থনে ঢাকার বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীরা পিকেটিং করার সময় তিন থেকে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে দলটি। এদিকে হরতাল পালনের পর দুই সিটি ভোটের ফল বাতিলের দাবিতে কাল নতুন করে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। রাজধানীর থানায় থানায় এ বিক্ষোভ করা হবে। রোববার হরতাল শেষ হওয়ার ঘণ্টা দেড়েক আগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, কিছুক্ষণের মধ্যে আমাদের আহ্বানে সকাল-সন্ধ্যার যে হরতাল তা শেষ হতে যাচ্ছে। এ হরতাল আমরা আহ্বান করেছিলাম শনিবার ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে যে প্রহসন করা হয়েছে, তামাশা করা হয়েছে তার প্রতিবাদে, নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে। আমরা সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি।
বিএনপি মহাসচিব বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ভোট কারচুপি, জালিয়াতি, ত্রাস সৃষ্টি, এজেন্টদের বের করে দেওয়া, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ঘটনার তথ্য-প্রমাণ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তুলে ধরবেন ধানের শীষের দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।
হরতালের সমর্থনে ঢাকার বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীরা ‘পিকেটিং’ করার সময় তিন থেকে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে উল্লেখ করে তাদের মুক্তির দাবিও জানান তিনি। স্বল্প সময়ের নোটিশে হরতাল ‘সফলভাবে পালনের জন্য’ ঢাকাবাসীকে অভিনন্দনও জানান বিএনপি মহাসচিব।
সংবাদ সম্মেলনে বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণে ধানের শীষের দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন ছিলেন। এছাড়া দলের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শ্যামা ওবায়েদ, আজিজুল বারী হেলাল, আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, হারুনুর রশীদ, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদরু, আনোয়ার হোসেন, সুলতানা আহমেদ, আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।
নয়াপল্টনে হরতালের সমর্থনে বিক্ষোভ : এদিকে হরতালের সমর্থনে রোববার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন বিএনপির অল্পসংখ্যক নেতাকর্মী। প্রথম দফায় কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত। পুলিশের দেওয়া আলটিমেটামের পর নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে তখন চলে যান দলটির নেতা-কর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, মধ্যাহ্নভোজের বিরতি ও নামাজ শেষে আবারও তারা বিক্ষোভ দেখাবেন। ঘোষণা অনুযায়ী দুপুর ২টা থেকে ফের অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এ সময় প্রতীকী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পুড়িয়ে বিক্ষোভ করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। নয়াপল্টনের এ বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য দেন বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। 
এদিকে হরতাল কর্মসূচিকে ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]