logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২০
‘ভারতজুড়ে এখনও এনআরসি চালু নিয়ে পরিকল্পনা হয়নি’
কলকাতা প্রতিনিধি

প্রবল চাপের মুখে ভারতে নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে পার্লামেন্টে লিখিত বিবৃতি দিতে বাধ্য হলো দেশটির সরকার। মঙ্গলবার লোকসভায় ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লিখিতভাবে জানান, এখন পর্যন্ত দেশজুড়ে এনআরসি চালু করার কোনো পরিকল্পনা নেয়নি সরকার। উল্লেখ্য, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিভিন্ন বক্তব্য ঘিরে এনআরসি চালু করা নিয়ে প্রবল ধোঁয়াশা তৈরি হয়েছিল। অমিত শাহর বয়ানের সঙ্গে মোদির বয়ানের কোনো মিল পাওয়া যাচ্ছিল না। অবশেষে দিল্লি ভোটের মুখে সেই সমস্যার অবসান ঘটানোর চেষ্টা করল মোদি সরকার।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]