প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২০ | |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবের (ক্যাম্পাস) নবনির্বাচিত নেতারা মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সঙ্গে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় ক্লাবের নবনির্বাচিত সভাপতি চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, সহসভাপতি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. সাহিদুর রহমান, সম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মামুন মোরশেদ ভূঁইয়া, সদস্য- রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. মোশারেফ হোসেন ভূঁইয়া, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আহসানুল কবীর (পলাশ), প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আফতাব হোসেন ও চবি সহকারী রেজিস্ট্রার আবু মুসা বকুল উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় ক্যাম্পাসে বসবাসরত শিক্ষক-অফিসারদের বিনোদনের কেন্দ্র হলো এ ক্লাব। এ ক্লাবের সার্বিক কার্যক্রমকে অধিকতর প্রাণবন্ত রাখতে নবনির্বাচিত নেতাদের আহ্বান জানান।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |