logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২০
ভিসির সঙ্গে চবি ক্লাবের নবনির্বাচিত নেতাদের সাক্ষাৎ
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবের (ক্যাম্পাস) নবনির্বাচিত নেতারা মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সঙ্গে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এ সময় ক্লাবের নবনির্বাচিত সভাপতি চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, সহসভাপতি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. সাহিদুর রহমান, সম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মামুন মোরশেদ ভূঁইয়া, সদস্য- রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. মোশারেফ হোসেন ভূঁইয়া, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আহসানুল কবীর (পলাশ), প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আফতাব হোসেন ও চবি সহকারী রেজিস্ট্রার আবু মুসা বকুল উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় ক্যাম্পাসে বসবাসরত শিক্ষক-অফিসারদের বিনোদনের কেন্দ্র হলো এ ক্লাব। এ ক্লাবের সার্বিক কার্যক্রমকে অধিকতর প্রাণবন্ত রাখতে নবনির্বাচিত নেতাদের আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]