logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২০
ঢাকা-কুয়াকাটা চার লেনে উন্নীতকরণ
মহাসড়কের ৭৩ কিমি. উচ্ছেদে কার্যক্রম শুরু
খান রফিক, বরিশাল

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রাক প্রাথমিক কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।  জেলার আওতাভুক্ত মহাসড়কের ৭৬ কিলোমিটার অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হবে আজ থেকে। জেলা সীমানা ভুরঘাটা থেকে লেবুখালী ফেরিঘাট পর্যন্ত মহাড়কের দুই পাশের অবৈধ স্থাপনায় লাল রং দিয়ে চিহ্নিত করার কাজ শুরু করা হবে বুধবার। ভুরঘাটা প্রান্ত থেকে এ কাজ শুরু হচ্ছে। এ মাসের শেষ দিকে উচ্ছেদে চালানো হবে অভিযান। সওজের বরিশালের নির্বাহী প্রকৌশলী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান বলেছেন, ফরিদপুরের ভাঙ্গা থেকে পায়রা সমুদ্র পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রাক প্রস্তুতি হিসাবে সড়কের দুই পাশ দখলমুক্ত করা হবে। এরই অংশ হিসেবে বরিশাল জেলার আওতাভুক্ত ভুরঘাটা থেকে লেবুখালী ফেরিঘাট পর্যন্ত মহাসড়কের সওজের অধিগ্রহণকৃত জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলতি ফেব্রুয়ারির মধ্যেই শুরু হবে। আজ ভুরঘাটা থেকে লাল রং দিয়ে চিহ্নিতকরণের কাজ শুরু করা হবে। 
সওজের সার্ভে শাখা সূত্রে জানা গেছে, লাল রং দিয়ে চিহ্নিতকরণের কাজ শেষ হলে দখলদারদের সাত দিন থেকে সর্বোচ্চ ১৫ দিন সময় দেওয়া হবে স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য। উচ্ছেদ করার তিন দিন আগে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হবে। তবে দখলদারদের কাগজের নোটিশ দেওয়া হবে না। সব প্রক্রিয়া সম্পন্ন করে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে উচ্ছেদ অভিযান শুরু হবে বলে তিনি জানান।  
এ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী মাসুদ খান জানান, উচ্ছেদ অভিযান চালাতে জেলা প্রশাসকের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। এছাড়া নিজস্ব জনবলও সংগ্রহ চলছে। ফেব্রুয়ারির মধ্যেই উচ্ছেদ অভিযান শুরু করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের ১১ কিলোমিটার রয়েছে বরিশাল মহানগরীর মধ্যে। চার লেন উন্নীত করার জন্য এ ১১ কিলোমিটারে নতুন করে জমি অধিগ্রহণ করা হবে না বলে নিশ্চিত করেছেন নির্বাহী প্রকৌশলী। তিনি বলেন, চার লেনের জন্য প্রয়োজনীয় ১২০ ফুট প্রশস্থ জমি ১১ কিলোমিটারে রয়েছে। ফলে নতুন করে জমি অধিগ্রহণ করতে হবে না। তবে সওজের জমিতে থাকা দখলদারদের উচ্ছেদ করা হবে। নির্বাহী প্রকৌশলী বলেন, কাশীপুর বাজার থেকে সিঅ্যান্ডবি রোড হয়ে আমতলার মোড় পর্যন্ত ৪ কিলোমিটারে ৯৫৭টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে লাল রং  দেওয়ার কাজ আগেই সম্পন্ন হয়েছে। তার মধ্যে ৭ শতাধিক হচ্ছে আধাপাকা স্থাপনা। বহুতল ভবন পুরোপুরি না থাকলেও সিঅ্যান্ডবি রোডে কিছু কিছু ভবনের আংশিক সওজের জমিতে থাকায় সেগুলো উচ্ছেদ করা হবে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]