প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২০ | |
ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালী মীরের হাট এলাকায় অর্ধশত পরিবারকে বসতবাড়ি থেকে বিতাড়িত করতে হয়রানি করার অভিযোগে মঙ্গলবার পুটিয়াখালী বাজারে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের শতাধিক সদস্য। স্থানীয় ইউপি সদস্য গোলাম ফারুক বলেন, দীর্ঘদিন ধরে দরিদ্র পরিবারগুলোকে বসতঘর থেকে বিতাড়িত করতে হয়রানি করা হচ্ছে। তাই আজ সবাই একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছেন। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমিও এ প্রতিবাদে শামিল হয়েছি। অভিযুক্ত নাজমুল মুন্সি বলেন, আমার বাবা কাউকে জমি দেননি। আমি কাউকে হয়রানিও করছি না। এ বিষয়ে আমি আদালতে উচ্ছেদ মামলা করেছি।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |