logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২০
বড়াইগ্রামে ধারালো ফলার আঘাতে বাবা-ছেলে আহত
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মশিন্দা গ্রামে মঙ্গলবার ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে পূর্বশত্রুতার জেরে ধারালো ফলার (বল্লম) উপর্যুপরি আঘাতে বাবা-ছেলে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ হামলায় ব্যবহৃত ফালাসহ মূল অভিযুক্ত শহিদুল ইসলামকে আটক করেছে। শহিদুল মশিন্দা গ্রামের আবদুল জলিল শাহর ছেলে। হামলায় গুরুতর আহতরা হলেনÑ মশিন্দা গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী গোলাম সাকলাইন পায়াশ ও তার ছেলে স্থানীয় লাইসিয়াম একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র নাফিজ হাসান। স্থানীয়রা জানান, গোলাম সাকলাইন মোটরসাইকেলে তার ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় শহিদুলের বাড়ির সামনে গেলে শহিদুল গোলাম সাকলাইনের শরীরে থুথু ছিটিয়ে দেন। এতে মোটরসাইকেল দাঁড় করালে শহিদুলের নেতৃত্বে চার থেকে পাঁচজন গোলাম সাকলাইনকে ধারালো ফালার উপর্যুপরি আঘাতে গুরুতম জখম করেন। নাফিজ তার বাবাকে বাঁচাতে গেলে হামলাকারীরা তাকেও ফালার আঘাতে জখম করেন। খবর পেয়ে স্বজনরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) হারুন অর রশিদ বলেন, এ পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]