
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২০ | |
আইফোনের সরবরাহের ওপরেও প্রভাব ফেলবে করোনা ভাইরাস। চীনের ৪২টি স্টোর এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। ফলে সাপ্লাই চেইনে বড় ধরনের পরিবর্তন আসছে। প্রথম প্রান্তিকে আইফোনের সরবরাহ ১০ শতাংশ কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছেন অ্যাপল বিশ্লেষক মিং চি কু। আগামী মার্চেই বাজারে আসার কথা। কিন্তু চীনের পরিস্থিতির কারণে সীমিত পরিসরে ফোনটি বাজারে ছাড়া হতে পারে। চীনে আইফোনের বিক্রি কমে গেছে। নববর্ষের কারণে চীনে এ মৌসুমে প্রচুর ফোন বিক্রি হয়। তবে এবার ভাইরাসের আক্রমণে সবই স্থবির হয়ে পড়েছে। গত বছর একই সময়ের চেয়ে আইফোনের বিক্রি কমেছে ৫০ থেকে ৬০ শতাংশ। চীনে অ্যাপলের সব করপোরেট অফিস, স্টোর ও কল সেন্টার ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা সাড়ে ৪০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৮৮।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |