logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২০
‘প্রাইসলেস’
ভালোবাসা দিবসে মিথিলার
বিনোদন প্রতিবেদক

অফিস এবং নতুন জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকায় জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিথিলাকে বেশ কিছুদিন ধরে অভিনয়ে একেবারেই দেখা যাচ্ছে না বলা চলে। তবে সাধারণত তাকে বিশেষ বিশেষ দিবসের নাটকগুলোতেই অভিনয় করতে দেখা যায়। যেমন গেল বছরের রোজার ঈদে এবং কোরবানি ঈদেই তাকে টানা বেশ কয়েকটি নাটকে অভিনয়ে দেখা গেছে। এরপর মাঝে একটিমাত্র নাটকে অভিনয় করেছেন। আগামী ভালোবাসা দিবসে মিথিলা তার ভক্ত-দর্শকের জন্য একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘প্রাইসলেস’। এটি নির্মাণ করেছেন গৌতম কৈরী। রচনা করেছেন জাফরিন সাদিয়া। আসছে ভালোবাসা দিবসে এনটিভিতে প্রচারের জন্য এরই মধ্যে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানান মিথিলা। নাটকটিতে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও ইফফাত রশীদ মিশৈরী। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, ‘এর আগেও গৌতম কৈরীর নির্দেশনায় অভিনয় করেছি। কিন্তু প্রাইসলেস নাটকটির গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং আমার চরিত্রটিও বেশ ইন্টারেস্টিং। নাটকে আমাকে ৩০ বছর আগে ও পরের দুটি বয়সের চরিত্রে উপস্থাপন করা হয়েছে। দুটি চরিত্রে আমাকে অনেক মনোযোগ দিয়েই অভিনয় করতে হয়েছে। আর সাজ্জাদের সঙ্গে এর আগেও নাটকে অভিনয় করেছি। তবে এ নাটকে বাড়তি ভালোলাগা হচ্ছে আমার ছোট বোন মিশৈরীও অভিনয় করেছে। কৈরী মেধাবী পরিচালক এবং তার সঙ্গে কাজ করাটা আমি সবসময়ই ভীষণ উপভোগ করি। সব মিলিয়ে প্রাইসলেস নাটকটি আশা করছি দর্শকের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠবে।’ মিথিলা সর্বশেষ বিজয় দিবসে হৈচৈ-এর জন্য তানিম নূরের নির্দেশনায় একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। কিছুদিন আগে তিনি কলকাতার গুণী চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন। নতুন জীবন কেমন চলছেÑ এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘ভালোই চলছে। তেমন কোনো পার্থক্য নেই। এখনও তো আমরা দুজন দুই জায়গায় আছি। যে যার কাজ নিয়ে ব্যস্ত।’ এদিকে মিথিলা রেদওয়ান রনির নির্দেশনায় ‘ব্লাড রোজ’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছিলেন। এতে তার সঙ্গে অভিনয় করেছিলেন ইরেশ যাকের, নাবিলাসহ অনেকে। ২০০৮ সালে মিথিলা ‘ব্র্যাক’-এর শিক্ষা গবেষণা বিভাগে গবেষক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি ‘ব্র্যাক ইন্টারন্যাশনাল’-এর আর্লি চাইল্ড ডেভেলপম্যান্টের প্রধান হিসেবে কর্মরত। মিথিলা সর্বশেষ আপন আহসানের নির্দেশনায় একটি ব্যাংকের বিশেষ সেবার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]