
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২০ | |
মাত্র একটা থাপ্পড়েই সব শেষ! সংসার ভেঙে বেরিয়ে এলেন অভিনেত্রী তাপসী পান্নু। সবাই বেশ মজা করছিলেন একটি অফিস পার্টিতে। স্বামীর সঙ্গে সেখানে ছিলেন তাপসীও। কিন্তু হঠাৎ করেই ছোট্ট এক ঝামেলার জের ধরে তাকে থাপ্পড় দিয়ে বসেন স্বামী। ব্যস, সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিলেন তিনি স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির। এমন এক গল্পেরই আভাস দেখা গেল ‘থাপ্পড়’ সিনেমার ট্রেলারে। যে ছবি দিয়ে আবারও রুপালি পর্দায় ফিরছেন তাপসী পান্নু। ৩১ জানুয়ারি মুক্তি পেয়েছে ট্রেলার। এ ছবিতে তাপসীকে গৃহবধূর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ট্রেলারে দেখা যাচ্ছে, অমৃতা নামের গৃহবধূ তাপসী। ঘর-সংসার বেশ ভালোই চলছিল তার। স্বামীকে নিয়েই তার সব জগৎ। সে জগৎটাই ভেঙে চুরমার হয়ে যায় স্বামীর অফিস পার্টির দিন। যেখানে বন্ধুদের সঙ্গে পার্টির মাঝে আচমকাই স্ত্রীর গালে থাপ্পড় মারেন অমৃতার স্বামী। ওই ঘটনার পরই সংসার ভাঙার সিদ্ধান্ত নেন অমৃতা। তিনি কোনোভাবেই আর স্বামীর সঙ্গে থাকবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। একটি মাত্র থাপ্পড়ের জন্য কেন সংসার ভাঙছেন, সেই প্রশ্ন তাকে বারবার করা হলেও, অমৃতা নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। একটিমাত্র থাপ্পড় হলেও, স্বামী তার গায়ে কেন হাত তুলবেন, তা নিয়ে জেদি হয়ে ওঠেন অমৃতা। বাবা-মা, শাশুড়ি, সমাজ সবাই তাকে বোঝালেও তিনি কোনোভাবেই নিজের সিদ্ধান্ত থেকে সরে যাননি। শেষ পর্যন্ত একটি থাপ্পড়ই কি শেষ করে দেবে অমৃতার সংসার, সেটা অবশ্য সময়ই বলবে। এ সিনেমায় আরও রয়েছেন রত্না পাঠক, দিয়া মির্জা, মানব কল, রাম কাপুরের মতো শিল্পী। আসছে ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘থাপ্পড়’।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |