
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২০ | |
পুঁজিবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর ৫৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) কমেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০১৯) এ মুনাফা কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৯টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯টির বা ৫৩ শতাংশের ইপিএস কমেছে এবং ৭টির বা ৪১ শতাংশে ইপিএম বেড়েছে। আর একটি কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে।
দ্বিতীয় প্রান্তিকের ৬ মাসে ইপিএস সবচেয়ে বেশি কমেছে ইউনাইটেড পাওয়ারের। এ সময়ে কোম্পানিটির ইপিএস কমেছে ২৯ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ শতাংশ যমুনা অয়েলের এবং তৃতীয় সর্বোচ্চ ২৪ শতাংশ ইপিএস কমেছে তিতাস গ্যাসের। এ সময়ে ইপিএস সবচেয়ে কম ৩ শতাংশ কমেছে ডরিন পাওয়ারের। ইপিএস সর্বোচ্চ বেড়েছে বারাকা পাওয়ারের।
কোম্পানিটির ইপিএস ৩৯ শতাংশ বেড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ শতাংশ পাওয়ার গ্রীডের এবং তৃতীয় সর্বোচ্চ জিবিবি পাওয়ারের ইপিএস ২০ শতাংশ ইপিএস বেড়েছে। আর ইপিএস সবচেয়ে কম ৯ শতাংশ বেড়েছে শাহজিবাজার পাওয়ারের। এ সময়ে সিভিও পেট্রোকেমিক্যালের লোকসান হয়েছে।
আগের বছরের একই সময় থেকে চলতি বছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ’১৯) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ১১০০ শতাংশ হয়েছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |