logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২০
রাজধানীর থানায় থানায় বিএনপির বিক্ষোভ
সিটি ভোটের ফল বাতিল দাবি
নিজস্ব প্রতিবেদক

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার রাজধানীর থানায় থানায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্র্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার জানান, শাহবাগ থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল ঢাকা মেডিকেল হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে চানখারপুল হয়ে প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয। এতে নেতৃত্ব দেন থানা বিএনপির নেতা রফিকুল ইসলাম স্বপন। 
কামরাঙ্গীর চর থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল ঝাঁউচর বেড়িবাঁধ হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজারীবাগ বেড়িবাঁধে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন থানা বিএনপির সভাপতি হাজী মনির হোসেন মনির। 
একইভাবে গেন্ডারিয়া থানার সাধারণ সম্পাদক আবদুল কাদিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল গেন্ডারিয় ডিস্টিলারি থেকে শুরু হয়ে বানিয়ানগর মোড় প্রদক্ষিণ করে দয়াগঞ্জ মোড়ে গিয়ে শেষ হয়। ডেমরা থানা বিএনপির উদ্যোগে বামুল থেকে একটি মিছিল শুরু হয়ে স্টাফ কোয়ার্টার প্রদক্ষিণ করে আমুলিয়া মডেল টাউনে গিয়ে শেষ হয়। মতিঝিল থানা বিএনপির উদ্যোগে একটি মিছিল মতিঝিল কালভার্ট রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কমলাপুর গিয়ে শেষ হয়। লালবাগ থানা বিএনপির উদ্যোগে লালবাগ জগন্নাথ সাহা রোড থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালবাগ চৌরাস্তা গিয়ে শেষ হয়। 
এ ছাড়াও মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগেও বিভিন্ন থানায় মিছিল অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]