logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২০
৪৪ দেশের শিল্পী আসছেন ঢাকা আর্ট সামিটে
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশসহ বিশ্বের ৪৪ দেশের পাঁচ শতাধিক চিত্রশিল্পীর অংশগ্রহণে শুক্রবার ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনে শুরু হচ্ছে ‘ঢাকা আর্ট সামিট’ এর পঞ্চম আসর। ওইদিন সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ৯ দিনব্যপী এ সামিটের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আয়োজনের আর্ট সামিটের বিস্তারিত তুলে ধরেন সামদানী আর্ট ফাউন্ডেশনের কোফাউন্ডার রাজীব সামদানী ও নাদিয়া সামদানী এবং সামিটের অন্যতম কিউরেটর চিত্রশিল্পী বিশ্বজিৎ গোস্বামী।
তারা জানান, ‘সঞ্চারণ’ প্রতিপাদ্যে আয়োজিত ৯ দিনের এ আর্ট সামিটে থাকবে সলো আর্ট এক্সিবিশন, পাবলিক আর্ট প্রজেক্ট, কিউরেটেড এক্সিবিশন, সেমিনার, সিম্পোজিয়াম, একক ও দলবদ্ধ বক্তৃতা, এক্সপেরিমেন্টাল ফিল্ম প্রদর্শনী, লাইভ আর্ট পারফরম্যান্স, পাপেট শো, প্রিন্টমেকিং ওয়ার্কশপসহ শিল্প ও শিল্পকলার নানা বিষয়। থাকবে শিল্পবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী। সামিটের অংশ হিসেবে স্থাপন করা হয়েছে স্কাল্পচার গার্ডেন।
উদ্বোধনী দিনে প্রথম পারফরম্যান্স চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে সকাল ১০টায় সামদানী আর্ট অ্যাওয়ার্ড পারফরম্যান্সে অংশ নেবেন বাংলাদেশি শিল্পী আরিফুল কবির। সন্ধ্যা ৭টায় জাতীয় চিত্রশালা প্লাজায় ‘টুগেটার (ঢাকা সংস্করণ)’ শিরোনামে পারফরম্যান্সে অংশ নেবেন করাকৃত অরুণাদ্ধচল এবং অ্যালেক্স ভোজিও।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাজানো হয়েছে একটি বিশেষ প্রদর্শনী। জাতীয় চিত্রশালার প্রথম তলায় ‘লাইটিং দ্য ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শিরোনামে এ প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই। সেখানে থাকবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক আলোকচিত্রের বিশাল সংগ্রহ।
সামিটে চিত্রশিল্পী বিশ্বজিৎ গোস্বামীর তত্ত্বাবধানে ‘রুটস’ বা ‘শেকড়’ শিরোনামে এক বিশেষ প্রদর্শনী রয়েছে এবারকার আয়োজনে। শিল্পাচার্য জয়নুল আবেদিন, এসএম সুলতান, পটুয়া কামরুল হাসানসহ দেশের চিত্রকলা শিক্ষাদানে অবদান রেখেছেন এমন শিল্পীদের জীবনকর্ম তুলে ধরা হবে সেই বিশেষ প্রদর্শনীতে। ঢাকা আর্ট সামিটে থাকবে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, ফ্রান্স, ইতালি, ইরান, শ্রীলঙ্কা, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের শিল্পীদের নিয়ে বিভিন্ন আর্ট প্রজেক্ট। থাকছে দেশ-বিদেশে শিল্প সমালোচক, শিল্প সংগ্রাহকদের অংশগ্রহণে আছে সেমিনার, সিম্পোজিয়াম, একক ও দলবদ্ধ বক্তৃতা। সামদানী আর্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ১২ বাছাইকৃত শিল্পীর সমন্বয়ে ‘সামদানী আর্ট অ্যাওয়ার্ড’ প্রর্দশনীও থাকছে এবারকার আয়োজনে, যার অংশীদারিত্বে থাকবে যুক্তরাজ্যভিত্তিক ডেলফিনা ফাউন্ডেশন।
এবার অ্যাওয়ার্ডের জন্য সংক্ষিপ্ত তালিকায় আছেন আরিফুল কবির, আশফিকা রহমান, ফাইহাম ইবনে শরীফ, হাবিবা নওরোজ, নাজমুন নাহার কেয়া, পলাশ ভট্টাচার্য, প্রমতি হোসেন, সোমা সুরভী জান্নাত, সৌনক দাস, সুমনা আক্তার, তাহিয়া ফারহিন হক ও জিহান করিম। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট ছাড়াই প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন যে কেউ। প্রদর্শনীর মূল প্রবেশপথ প্রায় ৪০০ মিলিয়ন বছরের ফসিলের আদলে বানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]