প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২০ | |
বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন পাঁচ থেকে সাত শতাধিক ভারতীয় ট্রাকচালক বাংলাদেশে প্রবেশ করে থাকেন। করোনা ভাইরাস ঠেকাতে পণ্য বহনকারী এসব চালকের স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা নেই বন্দরে। তবে মঙ্গলবার সরেজমিন দেখা যায়, বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে বেনাপোল চেকপোস্ট। তবে এখনও ঠিক হয়নি থার্মাল স্ক্যানারের মনিটর। শুধু হ্যান্ড থার্মাল মেশিন দিয়ে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
উল্লেখ্য, ভ্রমণ, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে বেনাপোল ইমিগ্রেশন হয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় সাত থেকে আট হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। এসব যাত্রীর মধ্যে ১২ শতাংশ রয়েছে বিদেশি যাত্রী। তাই এ সীমান্তে ভাইরাসটি সংক্রমণের ঝুঁকি বেশি রয়েছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন তফাদার বলেন, ভারতীয় ট্রাকচালকদের বাংলাদেশে প্রবেশের আগে স্বাস্থ্য পরীক্ষা করা শুরু হয়েছে। স্বাস্থ্য কর্মকতাদের সঙ্গে আমাদের বন্দরের কর্মকর্তারা ও সেখানে উপস্থিত আছে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রের সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবদুল মজিদ বলেন, প্রতিদিন এ পথে ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রাক নিয়ে চালকরা বেনাপোল বন্দরে আসছে এবং থাকছে। এ সময় তারা এখানকার বন্দর শ্রমিক ও বিভিন্ন হোটেল-দোকানে স্বাভাবিকভাবে চলাফেরা করছে। এতে ভাইরাসটি সংক্রমণের ঝুঁকি রয়েছে। বিষয়টি নিয়ে আমরা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে গেল সপ্তাহে কথা বলেছি। মঙ্গলবার থেকেই ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছি। আর ইমিগ্রেশনে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা তো চলছেই।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |