logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২০
আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে ইশরাক-তাবিথ
নিজস্ব প্রতিবেদক

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে দেখতে যান দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত দুই মেয়রপ্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজে সাংবাদিক সুমনের পাশাপাশি আহত যুবদল নেতা মো. সাদ্দাম হোসেনকেও দেখতে যান তারা। বিএনপির দুই মেয়রপ্রার্থী এ সময় তাদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় ইশরাক বলেন, নির্বাচনের তিন-চার দিন আগে আমাদের প্রচারণায় যে হামলা হয়েছিল সেখানেও তিনজন সাংবাদিক আহত হন। নির্বাচনে যেসব সাংবাদিক দায়িত্ব পালন করেছিলেন, তারা ভোট জালিয়াতির মুখোশ উন্মোচন করেছেন বলেই তাদের ওপর ন্যক্কারজনক এ হামলা চালানো হয়েছে। তাবিথ আউয়াল বলেন, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কারও ওপর হামলা করা কাম্য নয়। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আগে থেকে বলা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা সবার জন্য বজায় রাখতে। এ রকম পরিস্থিতিতে নির্বাচন কমিশন নিশ্চুপ রয়েছে। এ বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে, আহত করে এবং নির্বাচন কমিশনের ওপর বিশ্বাসের জায়গা আরও বেশি দূরে ঠেলে দেয়। তিনি বলেন, নির্বাচন কমিশনকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, প্রতিশ্রুতির সঙ্গে কর্মের কোনো মিল ছিল না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে তারা ইচ্ছাকৃতভাবে বানচাল করে দিয়েছে। এ সময় সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুগ্ম সম্পাদক তানজিল আহসান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]