logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২০
বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায় সিঙ্গাপুর - নৌ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

বন্দরের পাশাপাশি বাংলাদেশের কৃষি, ওষুধ শিল্প, গার্মেন্ট পণ্য, সামুদ্রিক খাবার, নির্মাণ সামগ্রীসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর। মঙ্গলবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকাস্থ সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ এর নেতৃত্বে প্রতিনিধি দলের এক সভায় দেশটি এমন আগ্রহ দেখায়। বৈঠক শেষে নৌপ্রতিমন্ত্রী এ কথা জানান। 
চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, চট্টগ্রাম বন্দরে বে-টার্মিনালের জন্য ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। এরপর চট্টগ্রাম বন্দরের বিস্তারিত রিপোর্ট পাওয়ার পর এবং সরকারের অনুমোদন সাপেক্ষে আগামী বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
ফিজিবিলিটি স্টাডি চলাকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করতে পারবে। যাতে করে সিঙ্গাপুর তাড়াতাড়ি তাদের প্রস্তাব জমা দিতে পারে। 
পোর্ট অব সিঙ্গাপুর অথরিটি (পিএসএ) বে-টার্মিনালের ‘২/৩টি জেটিসহ প্রথম কনটেইনার টার্মিনাল’ নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। পিএসএ কর্তৃপক্ষ দ্রুত তাদের প্রস্তাব সাবমিট করবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং পাবলিক প্রাইভেট প্রকিউরমেন্ট (পিপিপি) কর্তৃপক্ষ যৌথভাবে অ্যাকশন প্লান/টাইমলাইন তৈরি করে পিএসএ’র সঙ্গে শেয়ার করবে। সিঙ্গাপুর বে-টার্মিনাল নির্মাণের পাশাপাশি লজিস্টিকস খাতেও বিনিয়োগ করতে চায়। হাইকমিশনার বাংলাদেশ থেকে বালু আমদানির বিষয়ে সে দেশের ব্যবসায়ীদের উৎসাহী করবে।
সিঙ্গাপুর প্রতিনিধি দল নৌপ্রতিমন্ত্রীকে জানায়, তারা তাদের দেশের ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন খাতে আরও বিনিয়োগ বাড়ানোর জন্য পরামর্শ দেবে। সিঙ্গাপুর বন্দর কর্তৃপক্ষের আঞ্চলিক প্রধান নির্বাহী ওয়ান চি ফুং এবং নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আবদুস সামাদ অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]