প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২০ | |
করোনা ভাইরাস সংক্রমণকে ‘বিপর্যয়’ বলে ঘোষণা করেছে ভারতের কেরালা রাজ্য সরকার। কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ?রাজ্য বিপর্যয় ঘোষণার পাশাপাশি আমরা চাইছি ভাইরাসটিকে মোকাবিলার ব্যবস্থাকে শক্তিশালী করতে। করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেরালায় প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত তিন রোগী শনাক্ত হয়েছে। গেল মাসে তারা সবাই চীন থেকে ভারতে ফিরে এসেছিলেন। এদিকে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে এখন পর্যন্ত কেরালায় অন্তত ২ হাজার ২৩৯ জন চিকিৎসাধীন। তার মধ্যে ৮৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ঘরে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অন্যদিকে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় চীন সফরের ওপর নতুন করে সতর্কীকরণ জারি করেছে। এদিকে রাজ্য বিপর্যয় ঘোষণা করায় করোনা ভাইরাস সংক্রমণের মোকাবিলায় বাড়তি অর্থ বরাদ্দ করতে পারবে কেরালা সরকার। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেরালা পুলিশও পাবে বাড়তি ক্ষমতা। সংক্রমণ মোকাবিলায় কেরালায় আলাদা ‘টাস্কফোর্স’ও গঠন করা হচ্ছে। এদিকে চীনের উহান থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে এনে দিল্লি থেকে কিছুটা দূরে মানেসরের নজরদারি কেন্দ্রে রাখা হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত সন্দেহে পাঁচজনকে ভর্তি করানো দেশটির সেনাবাহিনীর বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণগুলো ওই পাঁচজনের শরীরে দেখা গেছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |