
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২০ | |
নোনা পানির কুমির। লম্বায় প্রায় ১৩ ফুট। ২০১৬ সাল থেকে কুমিরটির গলায় আটকে রয়েছে মোটরসাইকেলের একটি টায়ার। এর আগে বন্যপ্রাণী সংরক্ষণের কর্মীরা চেষ্টা করেও তা খুলতে পারেননি। সেই কুমির ফের এসেছে তীরে। সেই ছবি পোস্ট করেই সে ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলায়েসির ন্যাচরাল রিসোর্সেস কনজারভেশন এজেন্সি একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। সেই প্রতিযোগিতার চ্যালেঞ্জ, কুমিরের গলায় আটকে থাকা টায়ার খুলে আনতে হবে। তবে এর জন্য পুরস্কার মূল্য কত তা অবশ্য জানানো হয়নি।
ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলায়েসির পালু নদীতে ২০১৬ সালে প্রথম দেখা গিয়েছিল বিশালাকার ওই কুমিরকে। এরপর যখন দেখা গেছে বিভিন্ন কৌশলে চেষ্টা করা হয়েছে তার গলা থেকে টায়ার খোলার। কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে সে চেষ্টা। ২০১৮ সালে মুরগির টোপ দিয়ে তাকে পানি থেকে তুলে আনার চেষ্টা করলেওতাতে পা দেয়নি ওই কুমির। যদিও এ প্রতিযোগিতায় সাধারণ মানুষকে না আসারই পরামর্শ দিয়েছেন ওই কনজারভেটিভ এজেন্সির প্রধান হাসমুনি হাসমার। এ বিষয়ে তিনি বলেছেন, আমরা সাধারণ মানুষকে অনুরোধ করছি কুমিরের কাছে না যেতে ও তাকে বিরক্ত না করতে। যদিও ওই টায়ার জন্তুটির ধীরে ধীরে কতটা ক্ষতি করছে, সে কথাও জানিয়েছেন তিনি। আনন্দবাজার
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |