logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদ্মা ব্যাংকের গ্রাহক সমাবেশ
নিজস্ব প্রতিবেদক

প্রথম বর্ষপূর্তি উদযাপনের সঙ্গে ব্যাংক আমানতের সুদ ৬ শতাংশে নেমে আসায় গ্রাহকদের মতামত জানতে সমাবেশের উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। মঙ্গলবার রাজধানীর উত্তরা শাখা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সব শাখায় এ সমাবেশ করবে ব্যাংক। অনুষ্ঠানে ব্যাংকের বিজনেস হেড জাবেদ আমিন, আরএমডির প্রধান সাবিরুল ইসলাম চৌধুরী, কর্পোরেট লায়েবিলিটি হেড আমিরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক এএইচএম ইলিয়াস আহম্মেদ চৌধুরীসহ গ্রাহকরা উপস্থিত ছিলেন। সমাবেশের প্রথম দিন গুলশান সাউথ শাখায়ও যোগ দেন মো. এহসান খসরু। এছাড়া বুধবার কাকরাইল ও কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে গ্রাহক সমাবেশও অনুষ্ঠিত হয়। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]