logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০
পোশাক খাতে সংস্কারে একযোগে কাজ করবে বাংলাদেশ-ইইউ
নিজস্ব প্রতিবেদক

রোডম্যাপ অনুযায়ী শ্রমসংস্কার, নিরাপদ, দক্ষ ও টেকসই পোশাক শিল্পখাত গড়ে তুলতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একযোগে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ব্রাসেলসে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউরোপীয় পার্লামেন্টে ‘ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ পোশাক শিল্প বাণিজ্য: বাস্তবতা পরীক্ষার সময়’ শীর্ষক এক সভার আয়োজন করা হয়। ইউরোপীয় পিপলস পার্টির পক্ষ থেকে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য থমাস জেসোভস্কি ও ব্রাসেলসে বাংলাদেশের দূতাবাস যৌথভাবে এ সভার আয়োজন করে।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে তৈরি পোশাক শিল্পখাত বিশেষ অবদান রয়েছে। আর এ খাতে বিশেষ পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন নারী শ্রমিকরা। চার দশক ধরে ভেতর ও বাইরে নানা চ্যালেঞ্জ থাকলেও এ খাত এগিয়ে চলছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক, নিউইয়র্ক ইউনিভার্সিটি স্ট্রেন স্কুল অব বিজনেসের অধ্যাপক মাইকেল এইচ পোসনার, ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদৎ হোসেন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]