logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০
বাংলাদেশ-আফগান ম্যাচ সিলেটে
কাতার বিশ্বকাপ বাছাই
স্পোর্টস রিপোর্টার

২০২২ কাতার বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। চারটির মধ্যে একটি হোম, তিনটি অ্যাওয়ে। বাকি চারটির মধ্যে একটি কাতারের বিপক্ষে অ্যাওয়ে, আফগানিস্তান, ভারত ও মানের বিপক্ষে ম্যাচ তিনটি ঘরের মাঠে। বিশ্বকাপ বাছাইয়ের পরের ম্যাচ ২৬ মার্চ আফগানিস্তানের বিপক্ষে। ম্যাচটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু সেটি সিলেটে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফেÑ বৃহস্পতিবার নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। মূলত ২৬ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হবে। ফলে সে মাঠে খেলা আয়োজন সম্ভব না। সিলেট স্টেডিয়ামেও কুচকাওয়াজ হবে। এরপরও সেখানে বিশ্বকাপ বাছাই ম্যাচ করতে যাচ্ছে সিলেট ডিএফএ। সিলেট ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম জানান, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয়ে আসছে। এটা যেহেতু ফিফার ম্যাচ ও সিলেট প্রথম কোনো জেলা, যেখানে বিশ্বকাপ বাছাই ম্যাচ হতে যাচ্ছে; স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলব।’ সেলিম, ‘আজই (বৃহস্পতিবার) বাফুফের চিঠি পেয়েছি। ম্যাচ আয়োজনে আমরা সর্বাত্মক চেষ্টা করব। যেভাবে ম্যাচ আয়োজন করলে দেশের ফুটবলের মুখ, সিলেটবাসীর মুখ উজ্জ্বল হয় তা মাথায় রেখে আমরা সিলেটের সংগঠকরা কাজ করব।’ বাংলাদেশ-আফাগনিস্তান ম্যাচ সিলেটে আয়োজনে এএফসিকে চিঠি দিয়েছিল বাফুফে; প্রাথমিক সবুজ সংকেত পেয়ে গেছে! সে আলোকে সিলেটের ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]