
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০ | |
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মদিন; সেদিন থেকেই বছরব্যাপী শুরু হবে তার জন্মশতবার্ষিকী উদ?যাপন। এরই অংশ হিসেবে ১৮ থেকে ২১ মার্চের মধ্যে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু নানা কারণেই কয়েকটি দিন পিছিয়ে পরপর দুই দিন ম্যাচ রাখা হয়েছে। মুখোমুখি হতে যাওয়া দল দুটি কোনো দেশ না হলেও বিশেষ বিবেচনায় এশিয়া অলস্টার একাদশ বনাম অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচগুলোকে আন্তর্জাতিক মর্যাদাও দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি; খেলবেন ভারতসহ বিভিন্ন দেশের বর্তমান তারকা ক্রিকেটাররা। এ উপলক্ষে ঢাকায় বসবে ক্রিকেট কিংবদন্তিদের এক মিলনমেলা। ঠিক হয়েছে, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২১ মার্চ শনিবার ছুটির দিনে প্রথম ম্যাচটি হবে রাতে। আর পরদিন দ্বিতীয় ম্যাচটি হবে দিবা-রাত্রির। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটির নাম দেওয়া হয়েছে ‘মুজিব হানড্রেড টি-টোয়েন্টি কাপ’। এরকমই হওয়ার কথা। কারণ এর আয়োজন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ?যাপনের জন্যই।
ম্যাচ দুটির জন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোর বোর্ডের সঙ্গে আগেই খেলোয়াড় চেয়ে রেখেছে তারা। জাতীয় দলের খেলা এবং ঘরোয়া ক্রিকেট না থাকলে বোর্ডগুলো ক্রিকেটার দিতে রাজি। পিএসএলের কারণে পাকিস্তানের ক্রিকেটাররা মুজিব হানড্রেড টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটার দেবে। বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক জানান, বিরাট কোহলি, রোহিত শর্মাকে এশিয়া একাদশে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। সৌরভ গাঙ্গুলীও বিসিবিকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছেন বলে জানান তিনি। ভারত থেকে পাঁচজন ক্রিকেটার খেলবেন। বিশ্ব একাদশে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা থেকে খেলোয়াড় পেতে চেষ্টা করছে বিসিবি। বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিয়ে হবে এশিয়া একাদশ। মল্লিক জানান, এশিয়া একাদশে বাংলাদেশের তিন থেকে চারজন ক্রিকেটার খেলার সুযোগ পাবে। মাহমুদউল্লাহ, মুশফিক, তামিম ছাড়াও একজন বোলার নেওয়া হতে পারে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে বিশ্ব ও এশিয়া একাদশের মধ্যে শুধু টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনে সীমিত থাকছে না বিসিবি, সাংস্কৃতিক অনুষ্ঠানও করবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ?যাপনকে আরও জমকালো করতে সংগীতায়োজনেও ঝুঁকেছে দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসন। এটি নতুন নয়। গত ডিসেম্বরে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু বিপিএলের আগেও সালমান খান-ক্যাটরিনা কাইফদের এনে মিরপুরের মঞ্চে নাচিয়েছিল। একটি সূত্র জানিয়েছে, এবার বঙ্গবন্ধুর শততম জন্মদিনে মিরপুরে কনসার্ট করারই সিদ্ধান্ত বিসিবির। সেজন্য শিল্পী নির্বাচনের তোড়জোড়ও শুরু হয়ে গেছে। অস্কার বিজয়ী ভারতীয় সুরকার ও সংগীত পরিচালক এ আর রহমানকেও যুক্ত করা হয়েছে এ অনুষ্ঠান পরিকল্পনায়। তার ব্যবস্থাপনায়ই ওইদিন পারফর্ম করতে আসার কথা এক ঝাঁক ভারতীয় শিল্পীর। ১৮ মার্চ জমকালো অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী সংগীত পরিচালক এআর রহমান। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী ভারতে গেছেন এ আর রহমানের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |