logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০
বিটিভির নতুন দুই ডিজিটাল স্টুডিওর যাত্রা শুরু
বিনোদন প্রতিবেদক

অনুষ্ঠান সম্প্রচারে আধুনিকায়ন ও মানোন্নয়নের ধারায় এবার ডিজিটাইস করা হলো বিটিভির দুটি অনুষ্ঠান স্টুডিও। গেল ৫ ফেব্রুয়ারি বিকাল ৪টায় বিটিভির দুটি স্টুডিওর ডিজিটাইস করার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন ডা. মুরাদ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিভির মহাপরিচালক এসএম হারুন অর রশীদ। যে দুটি স্টুডিও ডিজিটাইস করা হলো সে দুটি স্টুডিও হচ্ছে শহীদ এএফএম সিদ্দিক ডিজিটাল স্টুডিও ও শহীদ আকমল খান ডিজিটাল স্টুডিও। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বিটিভির অনুষ্ঠানমালা নির্মাণের সময় এটা যেন মাথায় থাকেÑ আমার এ অনুষ্ঠান সমাজের জন্য কী বার্তা দিচ্ছে। আমাদের নতুন প্রজন্মের মনন তৈরি করার ক্ষেত্রে এ টিভি এরই মধ্যে বিশেষ অবদান রেখেছে। আগামীতেও যেন আরও জোরালোভাবে অবদান রাখতে পারে সে জন্য প্রযোজক, পরিচালক ও কর্মকর্তা, কলাকুশলীদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল।’ অনুষ্ঠানের বিশেষ অতিথি ডা. মুরাদ হাসান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন করব আসছে ১৭ মার্চ। এর আগেই বিটিভিকে ডিজিটাল টিভি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, এটা আমার বিশেষ অনুরোধ। বিটিভিকে আমরা সেই স্বপ্নের জায়গায় দেখতে চাই। আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিতে চলতে চাই।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিভির সাবেক মহাপরিচালক ম. হামিদ, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, আতাউর রহমান, এসএম মোহসীন, আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম, তানভীন সুইটি, তারিন জাহান, খায়রুল আনাম শাকিল, মাহবুবা ফেরদৌস, মো. মাহফুজার রহমান, বিটিভির অন্য কর্মকর্তা-কলাকুশলীরাসহ আরও অনেক তারকা। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]