logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০
আবারও নানির সঙ্গী সাই পল্লবী
বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী সাই পল্লবী ও নানি। ২০১৭ সালে ‘এমসিএ’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছিলেন তারা। মুক্তির পর বক্স অফিসে সিনেমাটি দারুণ সাড়া ফেলেছিল। এর পর দুই বছর কেটে গেলেও আর একসঙ্গে দেখা যায়নি এ জুটিকে। এদিকে গুঞ্জন উঠেছে, আবারও জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন তারা। ভারতীয় এক সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, আবারও জুটি বাঁধতে যাচ্ছেন নানি ও সাই পল্লবী। এ সিনেমা নানির ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। এটি পরিচালনা করবেন ‘ট্যাক্সিওয়ালা’ সিনেমাখ্যাত পরিচালক রাহুল। এখন সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য সাই পল্লবীকে গল্প শুনিয়েছেন। যদিও এখনও সম্মতি দেননি এই অভিনেত্রী। ২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। বর্তমানে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ ও ‘বিরতা পারভাম ১৯৯২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। অন্যদিকে ‘ভি’ ও ‘টাক জগদিশ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নানি।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]