logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০
বিমান দুর্ঘটনায় তুরস্কে নিহত ৩
আলোকিত ডেস্ক

তুরস্কের ইস্তানম্বুলের বিমানবন্দরে অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে পড়া যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭৯ জন আহত হয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি ছিটকে পড়ে গেলে এতে আগুন লাগে এবং ভেঙে তিন টুকরো হয়ে যায়।
তুর্কি টেলিভিশনে সরাসরি সম্প্রচারে অনেক লোককে বিশাল ফাটলের পেছনের দিকের একটি পাখার নিচে আশ্রয় নিতে দেখা যায়। তুরস্কের স্বল্প-মূল্যের পেগাসাস এয়ারলাইনস পরিচালিত বোয়িং ৭৩৭ বিমানটি বুধবার ইজিয়ানের ইজমির বন্দর নগরী থেকে ইস্তানম্বুলের সাবিহা গোক্কে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। বিমানটি তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তানম্বুলে এসে প্রবল বাতাসে ধাক্কা খায়। তখন ভারি বৃষ্টি হচ্ছিল। বিমানটির ককপিটসহ সামনের অংশ টুকরা হয়ে যায় এবং পেছনের ফিশার বিচ্ছিন্ন হয়ে যায়। বাসস

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]