logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০
করোনা ভাইরাস আক্রান্ত ৩০ ঘণ্টার নবজাতক
আলোকিত ডেস্ক

চীনে জন্মের ৩০ ঘণ্টা পর এক নবজাতকের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। শিশুটিকে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত সবচেয়ে কমবয়সিও বলছে তারা। উহানে রোববার শিশুটি জন্ম নেয়। হুবেই প্রদেশের রাজধানী থেকেই নতুন এ ভাইরাসটি চীনের অন্যান্য অঞ্চলে ছড়িয়েছে। শিশুটির জন্মের আগেই তার মায়ের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছিল। মাতৃগর্ভেই নাকি জন্মানোর পর ভাইরাসটি শিশুটির কাছে পৌঁছেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া বুধবার উহানের এ নবজাতকের দেহে করোনা ভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। জন্মের সময় ৩ কেজি ২৫০ গ্রাম ওজনের শিশুটি ভাইরাসে আক্রান্ত হলেও তার অবস্থা স্থিতিশীল এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও সংবাদমাধ্যমটি জানিয়েছে। বিবিসি

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]