প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০ | |
ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে ‘টিউবলাইট’ বলে ব্যঙ্গ করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর জবাবি ভাষণ দেন মোদি। সেসময় তার কথায় রাহুল দেরিতে প্রতিক্রিয়া জানানোর জন্য উঠে দাঁড়ানোয় মোদি নাম না করে তাকে ব্যঙ্গ করে বলেন, আমি প্রায় ৩০ থেকে ৪০ মিনিট কথা বলছি; কিন্তু এতক্ষণে ওখানে বিদ্যুৎ পৌঁছেছে। কিছু কিছু টিউবলাইট দেরিতে জ্বলে। রাহুলকে ব্যঙ্গ করার সঙ্গে সঙ্গেই তাকে হাতের ইশারায় বসতেও বলেন মোদি। এর আগে বুধবার ভারতের বেকার সমস্যা প্রসঙ্গে দিল্লি বিধানসভা ভোটের প্রচারে রাহুল বলেছিলেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের যুবসমাজ মোদিকে লাঠিপেটা করবে আর বুঝিয়ে দেবে এ দেশ এগিয়ে যেতে পারবে না চাকরির সুযোগ না বাড়ালে। লোকসভায় সেই প্রসঙ্গ উত্থাপন করে মোদি বলেন, আমাকে মারার জন্য আগামী ছয় মাসের মধ্যে দেশের যুবকদের প্রশিক্ষণ নিতে পরামর্শ দিয়েছেন কংগ্রেসের নেতা। আর সেই সময়ের মধ্যে সূর্য নমস্কার আসনটি আরও বেশি অনুশীলন করে লাঠিপেটা থেকে আত্মরক্ষার কৌশল আগাম শিখে নেবেন বলে মন্তব্য করেন মোদি। তার ওই মন্তব্যের কিছুক্ষণ পরই রাহুল পাল্টা প্রতিক্রিয়া দিতে উঠলে নাম না করেই তাকে ‘টিউবলাইট’ বলে ব্যঙ্গ করেন মোদি।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |