logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০
সর্বশেষ জনমত জরিপেও এগিয়ে কেজরিওয়াল
দিল্লি বিধানসভা নির্বাচন কাল
কলকাতা প্রতিনিধি

ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় ফিরতে চলেছে আম আদমি পার্টি। শনিবার দিল্লি ভোটের আগে এবিপি নিউজ ও সি ভোটারের সর্বশেষ জনমত জরিপ বলছে, দিল্লিতে ফের ফিরতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। দিল্লির ৭০টি বিধানসভায় ১১ হাজার ১৮৮ জনের মধ্যে করা জরিপের ফল বলছে, অনায়াসে জিতে আবারও দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন কেজরিওয়াল। তবে গেল ভোটের থেকে অবশ্য আসন বাড়বে বিজেপির। কংগ্রেসের লাভ হতে পারে সামান্য। দিল্লিতে গেল বিধানসভা ভোটে কেজরিওয়ালের আম আদমি পার্টি পেয়েছিল ৬৭ ও বিজেপি বাকি তিনটি আসন পেয়েছিল। এবারে সেখানে আম আদমি পেতে পারে ৪৫.৬ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৩৭.১ শতাংশ ভোট, কংগ্রেস পেতে পারে ৪.৪ শতাংশ ভোট ও বাকিরা পেতে পারে ১২.৯ শতাংশ। উল্লেখ্য, কয়েক মাস আগে লোকসভা ভোটে দিল্লির সাত আসনই জিতেছিল বিজেপি। তবে জরিপের ব্যাপারে কেজরিওয়ালের মতো, আম আদমি পার্টির আসন সংখ্যা আরও বাড়বে। মানুষ তাদের জেতানোর মন তৈরি করে ফেলেছেন। অন্যদিকে বিজেপির মিনাক্ষী লেখির অবশ্য দাবি, তার দল ৪৫টি আসন পাবে। তবে যেভাবে দিল্লিতে অমিত শাহ মাটি কামড়ে পড়ে আছেন, ২৫০ সংসদ সদস্য, ১৫০ নেতা, ৭০ মন্ত্রীকে অলিগলিতে নামিয়ে দিয়েছেন, তার ফল মিলবে। বিজেপি হারলেও সেটি ‘সম্মানজনক’ হার হবে বলেই মনে করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]