
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০ | |
এক. রাসুলে কারিম (সা.) বলেছেন, ‘মসজিদ প্রত্যেক পরহেজগার (মোত্তাকি) ব্যক্তির ঘর। আর মসজিদ যার বাড়ি হবে আল্লাহ তায়ালা তার জন্য অনুগ্রহ ও দয়ার এবং পুলসিরাত অতিক্রম করে আল্লাহর সন্তুষ্টি তথা জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব গ্রহণ করেছেন।’ (সহিহুত-তারগিব : ৩৩০)।
দুই. রাসুলে কারিম (সা.) বলেছেন, ‘কোনো মুসলিম ব্যক্তি যতক্ষণ মসজিদে সালাত ও জিকিরে রত থাকে ততক্ষণ আল্লাহ তার প্রতি এতটা আনন্দিত হন যেমনিভাবে প্রবাসী ব্যক্তির পরিবার প্রবাসী ফিরে আসা দ্বারা আনন্দিত হয়।’ (মুসনাদ : ১২৬৮)।
তিন. রাসুলে কারিম (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যতক্ষণ মসজিদে (তথা নামাজের স্থানে অবস্থান করে), ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন।’ তারা বলেন, ‘হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন।’ (বোখারি : ৪৪৫)।
চার. রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘অবশ্যই মসজিদগুলোর খুঁটি রয়েছে, ফেরেশতারা তাদের বন্ধু, তারা অনুপস্থিত থাকলে ফেরেশতারা তাদের খুঁজতে থাকেন, তারা অসুস্থ হলে ফেরেশতারা তাদের দেখতে যান, তাদের কোনো প্রয়োজন হলে ফেরেশতারা তাদের সাহায্যে এগিয়ে যান।’ অতঃপর রাসুল (সা.) বলেন, ‘মসজিদপ্রেমী তিন ধরনের : হয় উপকারী ভাই হবে নয়তো প্রজ্ঞার কথা বলবে কিংবা রহমতের প্রত্যাশী থাকবে।’ (সহিহুত-তারগিব : ৩২৯)।
পাঁচ. রাসুলে কারিম (সা.) বলেন, ‘আমি কি তোমাদের এমন কাজের সন্ধান দেব না যা দ্বারা আল্লাহ গোনাহগুলো মিটিয়ে দেবেন এবং মর্যাদা বৃদ্ধি করবেন?’ লোকেরা (সাহাবিরা) বললেন, অবশ্যই হে আল্লাহর রাসুল (সা.)! তিনি বললেন, ‘অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে অজু করা, মসজিদের দিকে বেশি পদচারণ করা এবং এক সালাতের পর আরেক সালাতের অপেক্ষা করা। আর এটাই হলো সীমান্ত প্রহরা।’ (মুসলিম : ২৪)।
ছয়. আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা সুসংবাদ গ্রহণ কর। এই যে তোমাদের রব। তিনি আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং ফেরেশতাদের কাছে তোমাদের নিয়ে গর্ব করে বলছেন, তোমরা আমার বান্দার দিকে তাকিয়ে দেখ তারা একটি ফরজ (নামাজ) আদায়ের পর অন্য একটি ফরজের অপেক্ষা করছে।’ (সহিহুত-তারগিব : ৪৪৫)।
মাওলানা আফজালুল কারিম
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |