প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০ | |
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের টিওরি গ্রামের পাটোয়ারী বাড়ির উপজেলা কৃষকলীগের সাবেক আহ্বায়ক হাজী নূর হোসেন পাটোয়ারীর (৬০) স্ত্রী রেহানা বেগমের (৫০) মৃত্যুর মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনিও মারা যান। বুধবার সকাল ৭টায় রেহানা ও সন্ধ্যা ৭টায় স্বামী হাজী নূর মৃত্যুর ঘটনায় আত্মীয়স্বজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। নিকটাত্মীয় কামাল হোসেন পাটওয়ারী জানান, আমার খালু নূর হোসেন পাটোয়ারী কয়েক দিন ধরে ঢাকায় অসুস্থ ছিলেন। সম্প্রতি কিছুটা সুস্থ হলে বাড়ি ফিরে যান। মঙ্গলবার রাতে খালা রেহানা বেগমের ঠান্ডাজনিত কারণে অসুস্থ হলে বুধবার সকালে ঢাকায় নেওয়ার পথিমধ্যে হাজীগঞ্জ এলাকায় তিনি মৃত্যুবরণ করেন। বুধবার সন্ধ্যা ৬টায় রেহানা বেগমের লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করে বাড়িতে আসার কিছুক্ষণ পরেই হৃদরোগে আক্রান্ত হন নূর হোসেন পাটোয়ারী। সন্ধ্যা ৭টায় খালু নূর হোসেন পাটোয়ারীর মৃত্যু হয়। নূর হোসেন পাটোয়ারী রামগঞ্জ উপজেলা কৃষকলীগের সাবেক আহ্বায়ক ও টিওরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন। মৃত নূর হোসেন পাটোয়ারী ও রেহানা বেগম দম্পতির ১ ছেলে ও ৫ মেয়ে। বৃহস্পতিবার সকাল ১১টায় নূর হোসেন পাটোয়ারীর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম মাস্টার জানান, আমরা মরহুম নূর হোসেন পাটোয়ারীর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |