logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০
নলতা শরিফে বার্ষিক উরস ৯ ফেব্রুয়ারি থেকে শুরু
শাহীন গোলদার, সাতক্ষীরা

সাতক্ষীরার নলতা শরিফে পীরে কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যাত সাহিত্যিক, সমাজ সেবক, আধ্যাত্মিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞানতাপস, মুসলিম রেনেসাঁর অগ্রদূত, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ ছুফি আলহাজ খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) এর ৫৬তম বার্ষিকী পবিত্র উরস শরিফ তিন দিনব্যাপী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি- ২০২০, বাংলা ২৬, ২৭ ও ২৮ মাঘ- ১৪২৬, রোববার, সোমবার ও মঙ্গলবার নলতা পাক রওজা শরিফের খাদেম আলহাজ মৌলভী আনছার উদ্দীন আহমদের সুনিপুন তত্ত্বাবধানে ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় নলতা পাক রওজা শরিফ প্রাঙ্গণে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ৫৬তম বার্ষিকী উরস শরিফের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। 
ওই উরস শরিফের প্রথম দিন ৯ ফেব্রুয়ারি রোববার বাদ ফজর থেকে পাক রওজা শরিফে খতমে কোরআন মজিদ, মিলাদ শরিফ ও কুতুবুল আকতাব হজরত হাজী হাফেজ সৈয়দ ওয়ারেছ আলী শাহ (রহ.) রুহের উপর ছওয়াব রেছানি। সাড়ে ৯টা থেকে হজরত শাহ ছুফি আলহাজ খানবাহাদুর আহছানউল্লা (রহ.) বেছাল শরিফ উপলক্ষে কলেমাখানি, কুলখানি, আলোচনা সভা ও মিলাদ শরিফ। 
দুপুর ১২টা, বাদ আসর ও বাদ এশা পাক রওজা শরিফে চাদর পেশ। রাত ১১টা থেকে হজরত রসুলে করিম (সা.) ও আউলিয়াগণের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা শেষে তাহাজ্জদ নামাজ, ফজরের নামাজ ও  মোনাজাত। 
দ্বিতীয় দিন ১০ ফেব্রুয়ারি সোমবার বাদ ফজর থেকে পাক রওজা শরিফে খতমে কোরআন মজিদ, মিলাদ শরিফ ও কুতুবুল আকতাব হাজী হাফেজ হজরত সৈয়দ ওয়ারেছ আলী শাহ (র.) এর রুহের উপর ছওয়াব রেছানি এবং পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) আত্মীয়স্বজন ও ভক্তবৃন্দের রুহের মাগফেরাত কামনা ও আলোচনা সভা। বেলা সাড়ে ১১টা, বাদ আসর ও বাদ এশা পাক রওজা শরিফে চাদর পেশ। বিকাল সাড়ে ৩টা থেকে হজরত রসুলে করিম (সা.) ও আউলিয়াগণের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা শেষে তাহাজ্জদ নামাজ, ফজরের নামাজ ও  মোনাজাত। 
তৃতীয় দিনে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ ফজর থেকে পাক রওজা শরিফে খতমে কোরআন মজিদ, মিলাদ শরিফ ও হজরত শাহ ছুফি আলহাজ খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) পাক রুহের উপর ছওয়াব রেছানি, বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়ার অনুষ্ঠান ও আখেরি মোনাজাত।
অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনাসহ ওলি-আউলিয়াগণের জীবন দর্শন সম্পর্কে আলোচনা করবেন হাফেজ মাওলানা ওয়ালীউল্লাহ আশেকী- সাবেক ইমাম, পেলায়ুপেনাং, মালয়েশিয়া, খতিব, আশকোনা জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আলহাজ মাওলানা মিজানুর রহমান শাহপুরী- খতিব, টঙ্গী জামে মসজিদ, ভাষ্যকার- বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন। আলহাজ হযরত মাওলানা আল্লামা মুফতি আবদুল মজিদ-পিরিজপুরী, খতিব-হবিগঞ্জ  চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ, বিশিষ্ট লেখক ও গবেষক। আলহাজ মুফতি মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, খতিব, নিকেতন জামে মসজিদ, ঢাকা। চ্যানেল আই, মাছরাঙ্গা ও এটিএনের ধর্মীয় আলোচক, উপাধ্যক্ষ- কাদেরিয়া তৈয়েবিয়া কামিল মাদ্রাসা,  মোহাম্মদপুর, ঢাকা। আলহাজ মুফিত মুহাম্মদ নাজমুস সায়া’দাত ফয়েজি- খতিব, মসজিদ-এ-বেলাল (রা.), প্রভাষক, কাদেরিয়া তৈয়েবিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর, ঢাকা। আলহাজ অধ্যাপক হাফেজ হাফিজুর রহমান- খতিব, গুলশান-১ জামে মসজিদ, ঢাকা। মুফতি শাইখ মোহাম্মদ উসমান গনী- সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম, ঢাকা। মুফতি মাওলানা মো. আলমগীর হুসাইন সাইফি- খতিব, বায়তুল আমান জামে মসজিদ, হবিগঞ্জ।
ওই উরস শরিফে হাজির হয়ে দো-জাহানের অশেষ নেকি হাসিল করার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষ সবাইকে আহ্বান জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]