প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০ | |
বাংলাদেশে অবস্থান করা চীনের কোনো নাগরিক এখনও করোনা ভাইরাসে আক্রান্ত হননি। তাই করোনা ভাইরাসের বিস্তারের ঘটনায় আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
বৃহস্পতিবার ঢাকার চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ইয়ান হুয়ালং এ সময় উপস্থিত ছিলেন। চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে সারা বিশ্ব। বিশ্বের বেশকিছু দেশ এরই মধ্যে চীনের সঙ্গে সব ধরনের সংযোগ বিছিন্ন করেছে। বর্তমানে দেশটির সঙ্গে সবচেয়ে বেশি আমদানি-রপ্তানি বাণিজ্য হওয়ায় আতঙ্কিত বাংলাদেশও।
এমন প্রেক্ষাপটে ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে চীনা দূতাবাস। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, করোনা ভাইরাস নিয়ে কেউ আতঙ্কিত না হয়ে এ নিয়ে সচেতন থাকুন। এ ভাইরাস প্রতিরোধে চীন সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। তবে পশ্চিমা দেশের কোনো কোনো গণমাধ্যম এ নিয়ে বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে, যা ঠিক নয়।
চীনা রাষ্ট্রদূত বলেন, এখনও বাংলাদেশে থাকা কোনো চীনা নাগরিক এ ভাইরাসে আক্রান্ত হননি। এছাড়া চীনেও কোনো বাংলাদেশি নাগরিক এ ভাইরাসে আক্রান্ত হননি। বাংলাদেশ সরকার চীনা নাগরিকদের জন্য সাময়িকভাবে অন অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে, সেটা সঠিক সিদ্ধান্ত। আমরা এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৮ হাজার চীনা নাগরিক কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই নববর্ষের ছুটিতে চীন গেছেন। এখন তাদের ফিরতে কিছুটা দেরি হতে পারে। সে কারণে প্রকল্প শেষ হতে এক থেকে দুই মাস আরও দেরি হতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে লি জিমিং বলেন, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। অতীতে ইবোলা ভাইরাস, সোয়াইন ফ্লু ভাইরাসে যেসব লোক আক্রান্ত হয়েছেন, সেই তুলনায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা খুবই কম।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |