প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০ | |
বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমণের আশঙ্কা বিনা বাক্যে উড়িয়ে দিতে নারাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন। তার মতে, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এ ভাইরাস মোকাবিলায় প্রস্তুতি থাকা উচিত।
বৃহস্পতিবার নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে অনুষ্ঠিত ‘করোনা ভাইরাসে প্রতিকার ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন সাঈদ খোকন।
খোকন বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর। নিত্যপ্রয়োজনীয় যা কিছু ব্যবহার করছি এর অনেক কিছুই চায়নার। ৯০ শতাংশের বেশি চায়নার জিনিসপত্র ব্যবহার হয়। এমনকি বর্তমানে দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুও চীনারা তৈরি করছে। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ সবচেয়ে বেশি। সেই তুলনায় ঢাকা কিংবা বাংলাদেশ এখনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। তবে আক্রান্ত হওয়ার আশঙ্কা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। এ বাস্তবতায় বিশেষজ্ঞ চিকিৎসকরা যেভাবে পরামর্শ দিয়েছেন সেগুলো মেনে করোনা মোকাবিলা করতে হবে।
বাংলাদেশ করোনা ভাইরাসে আক্রান্ত হলে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে উল্লেখ করে সাঈদ খোকন বলেন, কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি হোক তা চাই না। এ জন্য আগে থেকেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সচেতনতামূলক প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, যাতে এ সব বালা মুসিবত থেকে তিনি আমাদের রক্ষা করেন।
সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে প্রতিরোধের বিষয়ে জোর দিতে হবে। কারণ, প্রতিরোধই প্রতিকার। যদি প্রতিরোধে মনোযোগ দিই তাহলে প্রতিকারের জন্য বাড়তি কোনো কিছুর প্রয়োজন হবে না। প্রতিকারের চেয়ে এ রোগের প্রতিরোধ অতি গুরুত্বপূর্ণ। এরই মধ্যে সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। বন্দরগুলোতে স্ক্যানার বসানো হয়েছে যাতে এ রোগ বহনকারী কেউ দেশে প্রবেশ করতে না পারে।
বিভিন্ন হাসপাতালের পরিচালক ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে সেমিনারে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, অধ্যাপক ডা. আতিকুর রহমান, অধ্যাপক ডা. শামীম আহমেদ, অধ্যাপক ডা. আফজালুন নেসা, অধ্যাপক ডা. হারিসুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |