logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০
সাভারে বাদীর স্ত্রীকে পেটানোর অভিযোগে এসআই প্রত্যাহার
সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে একটি শিশু অপহরণ মামলার বাদীর স্ত্রীকে লাঠিপেটা করার দায়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ ফারুক হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার ঢাকার পুলিশ সুপার মারুফ হোসেন সরদারের নির্দেশে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আদালতের নির্দেশে রোববার সাভার মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ সোমবার রাতে অপহৃত কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্ত মিন্টুকেও ওই রাতে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়। 
অপহৃত শিশুটির মা বলেন, সোমবার সকালে পুলিশ হেফাজতে থাকা তার মেয়ের জন্য নাশতা নিয়ে সাভার থানায় আসেন। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুহাম্মদ ফারুক হোসেন তাকে আসামি মিন্টুর জন্য নাশতা আনতে বলেন। তিনি নাশতা আনতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে বাকবিত-ার হয়। একপর্যায়ে ফারুক তাকে শরীরের বিভিন্ন স্থনে লাঠি দিয়ে পেটাতে থাকে। এসময় ওই নারী থানার ভেতর চিৎকার করে কান্না করলে অন্য পুলিশ ও স্থানীয় লোকজন জড়ো হয়। এ ঘটনায় ঢাকার পুলিশ সুপার মারুফ হোসেন তদন্ত করে সত্যতা পায়। পরে বুধবার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ ফারুক হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]