logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২০
বিনা পরীক্ষায় চীন থেকে দেড়শ’ যাত্রী বাংলাদেশে প্রবেশ!
জরুরি তদন্ত ও সংসদে মন্ত্রীর বিবৃতি প্রদানের দাবি
সংসদ প্রতিবেদক

১ ফেব্রুয়ারি রাতে চীনের সাউদান এয়ারলাইন্সে দেড়শ যাত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই বাংলাদেশে প্রবেশ করেছে বলে এক যাত্রীর অভিযোগ জাতীয় সংসদে উত্থাপন করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীকে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত এবং দেশবাসীকে আশ্বস্ত করতে স্বাস্থ্যমন্ত্রীর জাতীয় সংসদে বিবৃতি প্রদানের আহ্বান দাবি জানান।
স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে সাবেক প্রতিমন্ত্রী চুন্নু বলেন, আপনি দেশবাসীকে আশ্বস্ত করেন, যারা বিনা পরীক্ষায় প্রবেশ করেছে তাদের শরীরে যে করোনা ভাইরাস নেই, কে নিশ্চিত করবে? বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
মুজিবুল হক বলেন, করোনা ভাইরাস প্রসঙ্গে চীন সরকার প্রতিরোধ ব্যবস্থা করেছে যেন ভাইরাসটা দেশের বাইরে না আসতে পারে। এটি এমন একটি ভাইরাস পৃথিবীব্যাপী মানুষ আতঙ্কিত। বিশ্বস্বাস্থ্য সংস্থা করোনা নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং সদস্য দেশগুলোকে এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে সব রাষ্ট্রযন্ত্রকে সাবধান থাকতে বলেছেন। তারপরও কী করে বিনা পরীক্ষায় যাত্রী দেশে প্রবেশ করল?
এ সময় তিনি কয়েকটি পত্রিকার রিপোর্ট ও এক যাত্রীর ফেইসবুক স্ট্যাটাস তুলে ধরে বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা ভাইরাস শনাক্তে গাফিলতি। প্রয়োজনীয় ডাক্তার না থাকায় রাতে বেশ কিছু যাত্রী পরীক্ষা ছাড়াই দেশে প্রবেশ করেছে।
তিনি বলেন, চীন থেকে ইউএসবাংলা, চায়না স্টার ও চায়না সাউদার্ন এয়ারলাইন্স প্রতিদিন প্রায় ৭০০ যাত্রী নিয়ে ঢাকায় আসে। চায়না সাউদার্ন এয়ারলাইন্সে আসা এক যাত্রী মুশফিকা সারা তার ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছে ১ ফেব্রুয়ারি প্রায় ১৫০ যাত্রী কোনো পরীক্ষা ছাড়াই দেশে প্রবেশ করেছে। ওই যাত্রী অভিযোগ করেছেন, বিমানবন্দরে ৫ ঘণ্টা অপেক্ষা করার পরেও তাকেসহ বাকি ১৫০ জনের স্বাস্থ্যপরীক্ষা ছাড়াই প্রবেশ করতে দেওয়া হয়েছে। এমনকি যে ফরম দেওয়া হয়েছে ওই ফরমে আগে থেকেই ওকে লেখা রয়েছে। তিনি অভিযোগ করেছেনÑ আমাদের শরীরে যে করোনা ভাইরাস নেই কে দেখবে?
মুজিবুল হক বলেন, বিমানবন্দরের এ গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেও অমান্য করে বিমানবন্দরে ডাক্তারের অভাবে চেক করল না। তাদের কারও শরীরে করোনা ভাইরাস থাকলে সারা দেশে মহামারি হয়ে যাবে।
তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করার দাবি জানান। একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীকে দেশবাসীর আশ্বস্ত করে জাতীয় সংসদে বিবৃতি প্রদানের আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]